মঙ্গলবার, ২২ মে, ২০১৮, ০৮:২২:৪৬

ইন্টারনেট ছাড়াই কাজ করবে জি-মেইল!

ইন্টারনেট ছাড়াই কাজ করবে জি-মেইল!

এক্সক্লুসিভ ডেস্ক: ২০০৪ সালে সেবা দেওয়া শুরু করেছে জি-মেইল। এর ১৪ বছর পর এসে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সেই জি-মেইল কর্তৃপক্ষ। গত ১৪ মে থেকে সকল জি-মেইল গ্রাহক ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান থেকে শুরু করে অন্যান্য সুবিধা পাবেন।

জি-ইমেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টারনেট সংযোগ ছাড়াই কোনো রকম বিড়ম্বনা ছাড়াই বার্তা আদান-প্রদান করা যাবে। সেই সঙ্গে ইন্টারনেট সংযোগ ছাড়াই নোটিফিকেশনও আসবে।

ডেস্কটপে ক্রোম (ভার্সন ৬১) ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। এই ভার্সন ছাড়া ক্রোমে কাছাকাছি অন্য ভার্সন ব্যবহারকারীরাও  সেই সুযোগ পাবেন।

এজন্য মাত্র একবার ইন্টারনেট সংযোগ দেওয়ার পর পরবর্তী সময়ে আর সংযোগ লাগবে না। সে ক্ষেত্রেও স্বাভাবিকভাবে মেইল আদান-প্রদান করা যাবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে