স্পোর্টস ডেস্ক: ইউরো কাপের নিজেদের প্রথম খেলায় দলকে জয় এনে দিতে পারেনি পর্তুগালের পোস্টার বয় ক্রিশ্চিয়ানো রোনালদো। নবাগত আইসল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলের ড্র করতে হয় সিআর সেভেনদের।
এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় এ মহাতারকাকে। তবে এর পাল্টা জবাবও দিয়েছেন তিনি। আলোচনা সমালোচনা সিআর সেভেনের নিত্য দিনের সঙ্গী।
কখনো তার পারফরম্যান্স, কখনো নারীঘটিত সমস্যা কখনো বা তার স্টাইল। সব কিছু নিয়ে মাতামাতি চলে ফুটবল ভক্তদের মাঝে।
ইউরো কাপে এবার নতুন করে গবেষণা চলছে রোনালদোর নতুন হেয়ার স্টাইল । এই দুই আঁচড় হেয়ার ষ্টাইল নয়, কারন জানলে চোখে পানি আসবে আপনার। সেই হেয়ার স্টাইলের কারণ খোঁজার চেষ্টা করছেন তামাম রোনালদো ভক্তরা।
রোনালদোর ডান কানের পাশে দুটো দাগ দেখা গিয়েছে। আর এই হেয়ার কাট নিয়েই তৈরি হয়েছে জল্পনা। দেখা দিয়েছে কৌতূহল। রোনালদোর মাথায় দুটো দাগ কেন?
স্প্যানিশ এক ওয়েবসাইটের খবর অনুযায়ী রোনালদো মোটেও ফ্যাশন করে এ ভাবে চুল ছাঁটেননি। এর পিছনে রয়েছে মানবিক কারণ। সেই গল্প শুনলে চোখে জল আসতে বাধ্য।
পর্তুগালের একটি শিশু ক্যান্সারে আক্রান্ত। সেই শিশুটির চিকিৎসার খরচ বহন করেছেন রোনালদো। খবর অনুযায়ী, সেই শিশুটি নাকি দুটো ক্ষত নিয়ে হাসপাতাল ত্যাগ করে।
আর সেই শিশুটির জন্যই রোনালদো এমন ভাবে চুল ছেঁটেছেন। ডান কানের কাছে দুটো দাগ দেখা যাচ্ছে। অসুস্থ শিশুটির পাশে যে তিনি রয়েছেন, সেটাই ইউরোর ময়দানে স্পষ্ট করে দিলেন রোনালদো।
এমটিনিউজ২৪.কম/এমএম/এসএম