বিশ্বরেকর্ড, নারীর পেট থেকে ১২ হাজার পাথর!
এক্সক্লুসিভ ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড পেটের ব্যাথায় ভুগছিলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা মিনতি মণ্ডল। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না কেন এই অসহ্য যন্ত্রণা? আর তার কারণ খুঁজতে গিয়ে চোখ কপালে চিকিৎসকদের। কারণ মিনতির পেট থেকে বের করা হলো একে একে ১২ হাজার পাথর!এ নিয়ে বিশ্ব জুড়ে যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বিশ্ব মিডিয়ায় স্থান পেয়েছে।
বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ ঘটনাই ঘটেছে কলকাতার এক হাসপাতালে। পরে হাসপাতালের পক্ষ থেকেই বিরল এ ঘটনার কথা জানানো হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, পেটে অসহ্য ব্যথার জন্য দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন মিনতি মণ্ডল। পরে তার বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়, আর সেই পরীক্ষায় ধরা পড়ে মিনতির গল ব্লাডারে পাথর হয়েছে। সে জন্যই তার পেটে এতো ব্যাথা।
বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার করে গল ব্লাডারে থাকা ওই পাথর বের করতে গিয়ে চোখ কপালে ওঠে চিকিৎসকদের। পঞ্চাশোর্ধ্ব ওই নারীর গল ব্লাডার ভর্তি ছোট ছোট অসংখ্য পাথর।সেই পাথর বের করার কাজ চলে সাড়ে চার ঘণ্টা। অপারেশনের পর শুরু হয় গণনা। দেখা যায়, পাথরের সংখ্যা ১১ হাজার ৯৫০।
এর আগে কারো পেট থেকে এতো পাথর বেরিয়েছে কি না তা জানা নেই চিকিৎসকদের।এটাকেই তারা রেকর্ড মনে করছেন।তাই বিষয়টিকে জানানো হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে।
২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ