রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৮:১৮

কে শুয়ে ছিলেন সেই সমাধিতে?

কে শুয়ে ছিলেন সেই সমাধিতে?

এক্সক্লুসিভ ডেস্কঃ  বজ্রবিদ্যুৎ যখন কারো চিরসঙ্গী তখন তার জীবনটা কেমন বিরূপ আকার ধারন করতে পারে তা ব্রিটিশ এক মেজরের ঘটনা না শুনলে বুঝা দায় !

নাম সামারফোর্ড, পেশায় একজন ব্রিটিশ মেজর।

১৯১৮ সালে ফ্লান্দেরস নামক একটি যুদ্ধের ময়দানে সামারফোর্ড বজ্রপাতে আক্রান্ত হলে তার দেহের নিম্নাংশ থেকে কোমর পর্যন্ত অবশ হয়ে যায়।

এরপর পঙ্গুত্বের কারণে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য কানাডার ভান্কুবে চলে যান।

১৯২৪ সালের কোনো একদিনে সামারফোর্ড একটি গাছে চড়ে বরশি দিয়ে মাছ ধরার সময় আচমকা গাছটির ওপর বজ্রপাত হয়।

এবারও বজ্রাঘাতে বেচারা সামারফোর্ডের শরীরের ডানপার্শ্ব অবশ হয়ে যায়।

অবশেষে দুই বছর ভোগার পর সামারফোর্ড ধীরে ধীরে আরোগ্য লাভ করেন এবং পার্কে পায়চারী করার মত শারীরিক শক্তি ফিরে পান।

এরপর ১৯৩০ সালের গ্রীষ্মকালে পার্কে পায়চারী করার সময় আবারও তার ওপর বজ্র আঘাত হানে এবং এবার তিনি স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান।
দুই বছর পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকার পর অবশেষে সামারফোর্ড মারা যান।

কিন্তু এখানেই সব শেষ নয়, সামারফোর্ড এর মৃত্যুর ৪ বছর পর এক ঝড়ের রাতে একটি সমাধিক্ষেত্রের সমাধিপ্রস্তর বজ্রপাতের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

কে শুয়ে ছিলেন সেই সমাধিতে ? সে আর অন্য কেউ নয়, মেজর সামারফোর্ড।

 ২১.০৯.২০১৩/এমটিনিউজ২৪/এস.কে/এস.এম
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে