শনিবার, ১৬ জুন, ২০১৮, ০৬:৪৮:৫৫

ঘোড়ার পিঠে চড়ে অফিস! কেনও এমন করলেন তিনি?

ঘোড়ার পিঠে চড়ে অফিস! কেনও এমন করলেন তিনি?

এক্সক্লুসিভ ডেস্ক:  রোজ হাজার চেষ্টা করেও যানজটের কারণে সময়মতো অফিসে আসতে ব্যর্থ। ফলে রোষের মুখে পড়তে হচ্ছে বসের। এই পরিস্থিতিতে বিরক্ত হয়েই চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিলেন বেঙ্গালুরুর আইটি সংস্থার প্রাক্তন কর্মী রূপেশ কুমার ভার্মা। কিন্তু তাঁর অবসরের দিনটা যে এভাবে ভাইরাল হয়ে উঠবে তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। নিজের কীর্তির জন্যই আজ তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ঘোড়ার পিঠে চড়ে অফিস! কেনও এমন করলেন তিনি?

প্রত্যেকদিনই রূপেশ সময় মতো বাড়ি থেকে অফিসের বেরতেন। কিছু ক্ষেত্রে সময়ের আগেও বেরিয়েছেন। কিন্তু তারপরও কোনও পরিস্থিতিতেই সময়ে পৌঁছতে পারছিলেন না। সৌজন্যে বেঙ্গালুরুর যানজট। অফিসে দেরিতে পৌঁছনোয় ফলে রোজই বসের ভর্ত্সনার শিকার হতে হচ্ছিল তাঁকে। অবশেষে ঠিক করেন, চাকরি ছেড়ে নিজেই ব্যবসা খুলে বসবেন। সিদ্ধান্ত অনুসারে চাকরিতে থেকে অবসরের কথাও ঘোষণা করেন। অফিসে শেষ দিন রূপেশ একটি ঘোড়ার পিঠে চেপে হাজির হন সংশ্লিষ্ট আইটি সংস্থার গেটে। উদ্দেশ্য রোজকার এই যানজটের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। সেই সঙ্গে ঘোড়ার পিঠে একটি প্ল্যাকার্ডে লেখা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তাঁর শেষ কর্মদিবস।

ঘোড়ার পিঠে চড়ে অফিসে আসায় তাঁকে প্রথমে গেটে আটকে দেওয়া হয়। তবে, তার মধ্যেই অনেকে রূপেশের এই কীর্তির ছবি ও ভিডিও তুলে তা টুইটারে পোস্ট করে দেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তাঁর কীর্তি। অনেকেই টুইটারে তাঁর ছবিতে কমেন্ট দেওয়া শুরু করেন। -জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে