এক্সক্লুসিভ ডেস্ক: ২৪ বছরের তরুণী আঁচল গঙ্গওয়াল বিমানবাহিনীর যুদ্ধ বিমানের পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন। তার বাবা একজন চা বিক্রতা।
সম্প্রতি ভারতের বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলট হিসেবে ২২ জন নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলো আঁচল গঙ্গওয়াল।
আঁচল স্কুলের পাঠ শেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের গণ্ডিও পার হন। তারপর চাকরির জন্য প্রস্তুতি। কিন্তু তখনও হারিয়ে যায়নি তার সেই স্বপ্ন। তিনি পুলিশের সাব-ইন্সপেক্টরের চাকরিও পেয়ে যান। নিজের স্বপ্ন পূরণ হবে বিধায় চাকরিটা ছেড়ে দেন। এরপর ঘটনাচক্রে লেবার ইন্সপেক্টরের চাকরি হয় আঁচলের। এই চাকরি করার পাশাপাশি বিমানবাহিনীর পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেন তিনি।
তিনি জানান, এই পরীক্ষাটি মোটেই সহজ ছিল না। ৫ বার ইন্টারভিউ দিয়েও সাফল্য আসেনি। তবুও হাল ছাড়েননি আঁচল। ৬ বারে তিনি সফল হন। এখন তিনি ভারতীয় বায়ুসেনার একজন পাইলট।
আগামী ৩০ জুন থেকে ভারতের হায়দরাবাদে আঁচলের প্রশিক্ষণ শুরু হবে। সেই সঙ্গে শুরু হবে তার স্বপ্ন পূরণ। প্রসঙ্গত, আঁচল গঙ্গওয়ালের বাবা সুরেশ গঙ্গওয়াল নিমাচ বাসস্ট্যান্ডের সামনে একটি দোকানে চা বিক্রি করেন। তার এক ছেলে, দুই মেয়ে। ভাইবোনের মধ্যে আঁচল মেজো।