শনিবার, ০৭ জুলাই, ২০১৮, ০২:৪৫:৪২

এবার আকাশ পথেও যানজট!

এবার আকাশ পথেও যানজট!

এক্সক্লুসিভ ডেস্ক: সারাবিশ্বে যেমন হারে বাড়ছে স্থল ও জল পথের গাড়ী সংখ্যা ঠিক তেমন ভাবেই বেড়ে চলেছে আকাশ পথের যানের সংখ্যা। উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন দ্রুতই আকাশ পথে যানজটের তৈরি হবে।

এয়ারবাসের তথ্যমতে আগামী ২০ বছরেরেই আকাশ পথের যানের সংখ্যা দ্বিগুন হয়ে যাবে। এই বিপুল সংখ্যক বিমানের জন্যই বাধঁবে জ্যাম। এবার আকাশ পথেও যানজট!

পরিসংখ্যানে জানাযায়, বর্তমানে বিশ্বে ২১,৪৫০টি উড়োজাহাজ রয়েছে। তবে এ সংখ্যা ২০৩৭ সাল নাগাদ বেড়ে ৪৭,৯৯০-এ পৌঁছাবে। এটি প্রায় ১২৩ শতাংশ বৃদ্ধি। তবে অনুমান করা হচ্ছে, এ সময়ে নতুন প্লেন সংযোজন হবে ৩৭,৩৯০টি।

এসবের কারনেই আকাশপথে যানজটের দেখা মিলবে বলে আশংকা প্রকাশ করছেন বিশ্লেষকরা।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে