এক্সক্লুসিভ ডেস্ক: এবছর ১৩ জুলাই অর্থাৎ শুক্রবার অর্ধসূর্যগ্রহণ দেখা যাবে। অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ভারত মহাসাগর থেকে দেখা যাবে এই দৃশ্য। এই দিন ৭:১৮:২৩ থেকে শুরু হয়ে ০৮:৩১:০৫-এর সময়ে মধ্যবর্তী পর্যায়ে থাকবে গ্রহণ, এরপর 0৯:৪৩:৪৪ সময়ে তা শেষ হবে, অন্ধকারে ডুববে বিশ্ব।
এই নিয়ে ২০১৮ সালে দ্বিতীয় বার সূর্যগ্রহণের সাক্ষী থাকছে বিশ্ব৷ এবছরের শেষ সূর্যগ্রহণটি হবে ১১ই অগাস্ট৷ বিশেষজ্ঞরা বলছেন এই আংশিক সূর্যগ্রহণ নিউজিল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া অর্থাৎ অ্যাডিলেড, হোবার্ট, মেলবোর্ন থেকে দেখা যাবে৷
উত্তর আন্টার্কটিকার কিছু অংশে দৃশ্যমান হবে আংশিক সূর্যগ্রহণ৷ তবে ভারতে এই গ্রহণ পরিস্কার ভাবে দেখা যাবে না৷ গ্রহণ দেখতে গেলে বিশেষ চশমা, লেন্স, ও ক্যামেরার প্রয়োজন পড়বে৷ খালি চোখে কোনওভাবেই এি গ্রহণ ভারতের কোনও অংশ থেকে দেখা যাবে না৷