রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০২:১৩

গোবরে পোকা!

গোবরে পোকা!

এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীতে যে প্রাণীকে বলা যায় মহা দানব সে তার নিজের দেহের ওজনের চাইতে প্রায় ১,১৪১ গুন ভারী বস্তুকে তুলতে পারে।


সাধারন মানুষের সাথে তুলনা করলে সে ৬ টা ফূল লোডেড ডাবল ডেকারকে পিঠে বহন করতে পারে।


আর শক্তিমত্তার নমুনায় হারকিউলিসের কথা বলছি না, এ হচ্ছে একটা ডাং বিটল বা গোবরে পোকা।


এটা শুধু পৃথিবীর সেরা শক্তিশালী কীটই না, মানুষের সাথে তুলনায় এটাই জগতের সবচাইতে শক্তিশালী প্রানী বলে অনেক গবেষকরাই ধারনা করে থাকেন ।


তবে সবচেয়ে বাস্তবতা হল এই ছোট ছোট প্রাণীদের মধ্যে
লুকিয়ে আছে সত্যিকারের অজানা সব রহস্য আর ইতিহাসের সব সেরাদের নমুনা।

১৬/০৯/২০১৩/এমটিনিউজ২৪/এস.কে/এস.এম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে