বুধবার, ২৫ জুলাই, ২০১৮, ০৬:২৪:৩৩

জেনে নিন, ইনস্ট্রাগ্রামের এক পোস্টে যত টাকা আয় করেন বিশ্বসেরা ক্রীড়াবিদরা

জেনে নিন, ইনস্ট্রাগ্রামের এক পোস্টে যত টাকা আয় করেন বিশ্বসেরা ক্রীড়াবিদরা

স্পোর্টস ডেস্ক: বিশ্ব তারকাদের সম্পর্কে জানার আগ্রহের কোনো কমতি নেই ভক্ত-সমর্থকদের। তাদের লাইফ স্টাইল, তাদের কার্যক্রম সবকিছুই যেন জানতে চান তারা। আর তাইতো ফেসবুক, টুইটার, ইনস্ট্রাগ্রামে তাদের অনুসরণ করেন তারা। তাদের সব সময়ের আপডেট জানতে চান তারা। এমনকি তারা কত টাকা আয় করেন সেটাও জানার আগ্রহ পোষণ করেন তাদের ভক্তরা।

ইনস্ট্রাগ্রামের একটি পোস্ট থেকে অনেক টাকা আয় করে থাকেন বিশ্বসেরা এই তারকারা। সম্প্রতি ইনস্টাগ্রাম শিডিউলার হপারএইচকিউ ২০১৮ সালের ইনস্টাগ্রামের সবচেয়ে ধনীদের একটি তালিকা বানিয়েছে। আর সেই তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এ বাপারে শীর্ষে আছেন সদ্যই জুভেন্টাসে যোগ দেওয়া পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়াও রয়েছেন নেইমার-মেসিদের মত বড় বড় তারকারা।

দেখে নিন সেই তালিকাটি-

১. ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবলার)- ৭,৫০,০০০ ডলার।

২. নেইমার (ফুটবলার)- ৬,০০,০০০ ডলার।

৩.লিওনেল মেসি (ফুটবলার)- ৫,০০,০০০ ডলার।

৪. ডেভিড বেকহাম (সাবেক ফুটবলার)- ৩,০০,০০০ ডলার।

৫. গ্যারেথ বেল (ফুটবলার)- ১,৮৫,০০০ ডলার।

৬.জ্লাতান ইব্রাহিমোভিচ (ফুটবলার)- ১,৭৫,০০০ ডলার।

৭. লুইস সুয়ারেজ(ফুটবলার)- ১,৫০,০০০ ডলার।

৮. কনর ম্যাকগ্রেগর (আল্টিমিমেট ফাইটিং)- ১,২৫,০০০ ডলার।

৯. বিরাট কোহলি (ক্রিকেট)- ১,২০,০০০ ডলার।

১০. স্টিফেন কারি (বাস্কেটবল)- ১,১০,০০০ ডলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে