রবিবার, ২৯ জুলাই, ২০১৮, ০৫:১৭:১৫

জানেন কি, মাশরাফির বাৎসরিক আয় কত কোটি টাকা?

জানেন কি, মাশরাফির বাৎসরিক আয় কত কোটি টাকা?

স্পোর্টস ডেস্কঃ ফুটবলার থেকে ক্রিকেটের তারকাদের প্রতি সাধারন মানুষে জিজ্ঞাৎসু দৃষ্টি সবসময়। তাদের আয় ব্যয়, তারা কি খান, কি করেন, কি পারফিউম ব্যবহার করেন, কোন গাড়িতে চড়েন, কোন ব্র্যান্ডের পোষাক ব্যবহার করেন ইত্যাদি ইত্যাদি জানার আগ্রহ মানুষের কমেনি কখনো।

মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের ক্রিকেটের অক্সিজেন বলা হয় তাকে। মাশরাফির উপস্থিতি মানেই ম্যাচে বাড়তি উত্তেজনা ও একটু বেশি প্রাপ্তি।

বাংলাদেশে অন্য খেলার থেকে ক্রিকেটারদের আয় অনেক বেশি। বিশেষ করে ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলার আয় বেশি।

মাশরাফি বাংলাদেশ জাতীয় দলের ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়ার। বর্তমানে ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারের বেতন বছরে ৪৮ লাখ।

বেতনের থেকে বড় বিষয় হলো ম্যাচ ফি। টেস্ট ম্যাচ ফি ৩ লাখ, ওয়ানডে দুই লাখ, টি -টোয়েন্টিতে ৭৫ হাজার টাকা করে পেয়ে থাকেন ক্রিকেটাররা।

এছাড়া খেলায় জয় হলে পুরস্কার ও বোর্ড থেকে বোনাসের হিসেবও আলাদা। এক ক্রিকেট ক্যালেন্ডারে জাতীয় দল তিন ফরম্যাট মিলে কমপক্ষে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে। বছরে ৮টি টেস্ট খেললে সেখান থেকে একজন ক্রিকেটারের মোট ম্যাচ ফি আসবে ২৮ লাখ টাকা। ১২টা ওয়ানডে খেললে ২৪ লাখ টাকা। আটটি টি-টোয়েন্টি খেললে পাবেন ১০ লাখ টাকা।

এসব সব হিসেব মিলিয়ে একজন ‘এ’ প্লাস ক্রিকেটারের আয় ম্যাচ ফি থেকে ৬০-৬৫ লাখ এবং বাৎসরিক বেতন ৪৮ লাখ। অর্থাৎ, মাশরাফির আয় এক থেকে দেড় কোটি টাকা।

এই হিসেবের বাইরে নিজস্ব ব্যবস্যা, কোম্পানীর অ্যাম্বাসেডর, বিজ্ঞাপনের মডেল ও বিভিন্ন লিগ খেলেও প্রচুর আয় করেন একজন ক্রিকেটার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে