রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১১:০৬

অলস মার্ক টোয়েন!

অলস মার্ক টোয়েন!

এক্সক্লুসিভ ডেস্কঃ মার্ক টোয়েন তখন তরুণ। জীবনে প্রথম একটা প্রতিষ্ঠানে চাকরিতে ঢুকলেন।

চাকরি চলছে। ছয় মাস হয়ে গেল। কিন্তু প্রতিষ্ঠানের প্রধান মার্ক টোয়েনের উপর খুবই বিরক্ত।

কারণ মার্ক টোয়েন নাকি খুবই অলস টাইপের। কাজে কর্মে কোন মনযোগ নেই।


একদিন তিনি মার্ক টোয়েনকে ডেকে পাঠালেন।


-আমাকে ডেকেছেন?


-হ্যাঁ, আপনি মার্ক টোয়েন?


-জ্বি।


- আপনাকে আমার প্রতিষ্ঠানে আর রাখতে চাই না। আপনি কাল থেকে আর আসবেন না।

আপনার যা পাওনা আছে তা ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে বিদায় হোন।


-কি আমার অপরাধ?


-আপনি অসম্ভব আলসে। আপনার মতো আলসেদের নিয়ে আমার প্রতিষ্ঠান চলবে না।


-আপনার প্রতিষ্ঠান এমনিতেও চলবে না।


-কেন?


-কারণ আমি যে আলসে এটা আমি যেদিন কাজে যোগ দিয়েছি সেদিন থেকেই জানি।

আর আপনার বুঝতে লাগল ছয় মাস। কাজেই আপনার প্রতিষ্ঠান চলবে কীভাবে?

 ০৮-১০-২০১৩/এমটিনিউজ২৪/এসকে/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে