এক্সক্লুসিভ ডেস্ক: তাঁর প্রকৃত নাম সুধীর মক্কর। তিনি একজন তীর্থযাত্রী। তবে ভারতে তিনি 'গোল্ডেন বাবা' নামে পরিচিত। ২০ কেজি সোনার গহনা গায়ে চাপিয়ে তীর্থযাত্রায় বের হলেন তিনি। এই গয়নার মূল্য প্রায় ছয় কোটি টাকা। রুপোর গহনাও রয়েছে তাঁর গায়ে। তাঁর হাতে রয়েছে ২৭ লাখ রূপা মূল্যের রোলেক্স ঘড়ি। এবার তীর্থে গেলেন 'গোল্ডেন বাবা'!
শুধু কি তাই? তাঁর এই তীর্থযাত্রায় রয়েছে বিশাল গাড়ির বহর। এতে রয়েছে বিএমডব্লিউ, ল্যান্ড রোভারের মতো বিখ্যাত ব্রান্ডের গাড়ি।
'গোল্ডেন বাবা'র মুখে লম্বা দাড়ি আর মাথায় রয়েছে বিশাল জটা। জানা গেছে, 'গোল্ডেন বাবা' হিসেবে পরিচিতি পাবার আগে তিনি নয়াদিল্লিতে একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।
তিনি জানিয়েছেন, তাঁর এই তীর্থযাত্রার জন্য প্রতিবছর ব্যয় হয় প্রায় এক কোটি রুপি। প্রসঙ্গত, প্রতি বছর শ্রাবণ মাসে ভারতের হরিদ্বারে শুরু হয় শিবভক্তদের তীর্থযাত্রা বা কানওয়ার যাত্রা। এ সময় শিবের মাথায় পানি ঢালা ও পূজা দেয়ার লক্ষ্যে শুরু হয় তীর্থযাত্রা।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর