বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৪:১২

ব্যবসা করার সেরা ১০ শহর

  ব্যবসা করার সেরা ১০ শহর

এক্সক্লুসিভ ডেস্ক : নতুন উদ্যোক্তাদের জানার আগ্রহের কমতি নেই। ভালো শহরকে বেছে নিতে চান তারা। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশে চোখ রাখেন তারা। সারাবিশ্বে ব্যবসা শুরু করার উপযুক্ত ১০টি শহর নির্বাচন করেছেন দ্য ব্রাইটন স্কুলের বিজনেস ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক রিচার্ড ম্যাডিসন। তিনি প্রথমে একটি দেশের ওপর আলোকপাত করেন। পরে সেখানকার সবচেয়ে অসাধারণ শহরটি নির্বাচন করেন তিনি। এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে সিডস্টার ওয়ার্ল্ড। সম্প্রতি সুইসভিত্তিক কোম্পানিটি বিশ্বের কোন কোন শহরে বাজার উন্নয়ন করা যায় তার ওপর এক প্রতিযোগিতার আয়োজন করে। সেখানেই নির্বাচন করা হয় সেরা ১০টি শহর। সিডস্টার ওয়ার্ল্ডের বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ফোর্বস। সেই প্রতিবেদনে ব্যবসা-বাণিজ্য শুরু করার সবচেয়ে উপযুক্ত স্থানের মধ্যে রয়েছে চীনের বেইজিং, মালয়েশিয়ার কুয়ালালামপুর, পোলান্ডের ওয়ারশো, রাশিয়ার মস্কো, ভারতের বেঙ্গালুরু, অস্ট্রেলিয়ার সিডনি, তিউনিশিয়ার তিউনিস, ইংল্যান্ডের লন্ডন, মিসরের কায়রো এবং বুলগেরিয়ার সোফিয়া। এর মধ্যে এশিয়ার ৩টি শহর নিয়ে আলোচনা করা হলো- ১. বেইজিং : চীনে চালু রয়েছে ট্যাক্স রিলিফ প্রোগ্রাম। এর আওতায় বিনিয়োগকারীদের বার্ষিক ট্যাক্স হ্রাস পায়। ফলে এখানে বিনিয়োগ করা সহজ। এজন্য বেকার শ্রমিক ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিনিয়োগে উৎসাহিত হচ্ছেন। পণ্য সরবরাহে বন্দর ও যাতায়াতের সুব্যবস্থা থাকায় অনেকেই বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন। প্রযুক্তিগত সহজলভ্যতা তো রয়েছে। জীবন ধারনের খরচও কম সেখানে। ২. কুয়ালালামপুর : মালয়েশিয়ায় জীবন ধারনের খরচ খুবই কম। সেখানে অনেকগুলো ব্যক্তিগত ও সরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করা সহজ। পণ্যের বাজার সৃষ্টির জন্য মালয়েশিয়ায় পরীক্ষামূলক মার্কেটও রয়েছে। দারুণ রিসোর্ট ও মনোরম পরিবেশ থাকায় সেখানে বিনিয়োগে আগ্রহীরা ছুটে আসছেন। ৩. বেঙ্গালুরু : ভারতে বাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ ঘটছে। বেঙ্গালুরুতে রয়েছে বিশাল বাজার। ভারতে প্রতিবছর অনেক প্রকৌশলী বের হচ্ছে। তাদের মানও বেশ উন্নত। সে কারণেই এগিয়ে বেঙ্গালুরু। এখানে ব্যবসা শুরু করতে সরকারকে বিনিয়োগকারীদের কোনো প্রণোদনা দিতে হয় না। জীবন ধারনের খরচও কম। সমুদ্রবন্দর থাকায় পণ্য সরবরাহেও সুব্যবস্থা রয়েছে। ২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে