বুধবার, ০৮ আগস্ট, ২০১৮, ১২:৩১:২১

পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেল বাংলাদেশে

পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেল বাংলাদেশে

এক্সক্লুসিভ ডেস্ক: একেক ধরণের হোটেল একেক রকমের প্রাইস। কোন হোটেল হয়তো একটু বেশি দামী, কোন হোটেল হয়তোবা একটু কম দামী। এইভাবেই চলছে পৃথিবীর সব নিয়ম কানুন।

তবে পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেল এখন বাংলাদেশই অবস্থিত। সেটা ঢাকা শহরেই। বুড়িগঙ্গার পাড়ে। হোটেলটির নাম ফরিদপুর মুসলিম হোটেল। যেখানে মাত্র ৩০ টাকা দিয়ে রাত্রি-যাপন করা যায়।

কিছুদিন আগে কয়েকটি গণমাধ্যমে এই হোটেলের সংবাদ প্রকাশিত হয়। তারপর থেকেই এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেক খোঁজাখুঁজি শুরু হয় যে, বিশ্বের কোথায় এর থেকে সস্তায় রাত কাটানো মতো কোনো হোটেল আছে কিনা? তবে এখন পর্যন্ত সেরকম কোন হোটেলের হদিস মেলেনি। বেশ কিছু হোটেল আছে ফ্রি। কিন্তু পেইড হিসেবে এতো কম দামের হোটেল পৃথিবীর কোথাও নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে