এক্সক্লুসিভ ডেস্ক : এটি জার্মানির বিখ্যাত ব্লাক ফরেস্ট বা কালো বন। জার্মানির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পর্বতময় এই বনভূমির নাম কালো বন রাখা হয়েছে এই বনের অপরূপ সৌন্দর্যের কারণে।
পাহাড় ও বন একসাথে মিশে এখানে তৈরি করেছে এক অনাবিল পরিবেশ। বনটি মোট ১৫০ কিলোমিটার এলাকা নিয়ে বেষ্টিত।
এই বনে প্রায় ২৩ হাজার কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে পর্যটন নেটওয়ার্ক। ব্লাক ফরেস্টের মধ্যে আছে একটি যাদুঘর, যেখানে দেখানো হয়েছে ১৬ ও ১৭ শতকের জার্মান কৃষকদের জীবন।
ঘড়ির ইতিহাস নিয়ে ব্লাক ফরেস্টে আছে একটি ঘড়ি যাদুঘর। এই বন ব্যতিক্রমধর্মী কেননা এখানে হিংস্র প্রাণী নেই। আছে গরু, উট, ছাগল, ভেড়া, ঈগল, পেঁচা, অস্ট্রিচ পাখি ইত্যাদি।
এই বনে খুব বড় আকারের কেঁচো ও শিয়াল দেখতে পাওয়া যায়। এখানকার শিয়ালগুলো ঘোড়ার সমান।
তাই অতীতে এই এলাকার লোকেরা শিয়াল দিয়ে বোঝা বহন করাতো। ব্লাক ফরেস্ট এলাকায় রয়েছে একটি বিশেষ ছুটির দিন। যেদিন সবাই দল বেধে রাস্তায় নেমে আসে এবং আদিবাসীরা মুখোশ পরে আনন্দ উল্লাস করে।
০৩/১০/২০১৩/এমটিনিউজ২৪/এস.কে/এস.এম