সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ০৬:৫২:১৬

যে কোর্স করলে সহজে চাকরি পাবেন

যে কোর্স করলে সহজে চাকরি পাবেন

এক্সক্লুসিভ ডেস্ক:  বর্তমান বিশ্বে চাকরি যেনো সোনার হরিন। তাই গতানুগতিক লখা পড়ার দিক না ছুটে এমন কিছু করা উচিত যা করলে বেকার থাকা লাগবে না। যাই হোক এবার আসি মূল কথায়, কিছু কাজ আছে যা শিখলে আখেরে নিজেরই লাভ হয়। এতে ক্ষতির কোনো দিক থাকে না আজকে এমন কিছু কোর্সের কথা বলবো যেগুলো করলে চাকরির পেছনে আর ছুঁটটে হবে না। বরং চাকরি আপনা আপনি ধরা দেবে। তাই সিদ্ধান্ত নেন ভেবে চিন্তে আর দেখে নিন সেই সকল কোর্স সমূহের নাম।

 ১) রিটেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম।

২) ডিপ্লোমা ইন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেস ম্যানেজমেন্ট।  

৩) ডিপ্লোমা ইন টিচিং ইংলিশ।

৪) অ্যাডভান্সড সার্টিফিকেট ইন পাওয়ার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট।

৫) ডিপ্লোমা ইন ইনস্ট্রাকশনাল ডিজাইনিং।

 ৬) ডিপ্লোমা ইন এডুকেশন টেকনোলজি।

৭) ওবেরয় গ্রুপ স্টেপ প্রোগ্রাম।  

৮) পিজি ডিপ্লোমা ইন কেমো ইনফরমেটিক্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে