বুধবার, ২২ আগস্ট, ২০১৮, ১০:৫৮:৪০

দুর্দান্ত গতিতে জলে-স্থলে চলে এই উভচর গাড়ি!

দুর্দান্ত গতিতে জলে-স্থলে  চলে এই উভচর গাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক: রাস্তায় চলতে চলতে গাড়ি যদি হঠাৎ পানিতে নেমে দুর্দান্ত গতিতে চলতে থাকে তাহলে কে না অবাক হবে? তেমনই এক অবাক করা গাড়ি তৈরি করেছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান ওয়াটারকার। তাদের প্যানথার নামে একটি গাড়ি এক্ষেত্রে সবাইকে অবাক করে দিয়েছে।

স্থলভাগে যথেষ্ট গতিতে চলে এই ফোর হুইল ড্রাইভ গাড়ি। দেখতেও জিপ গাড়ির মতোই। কিন্তু মজার ব্যাপার হলো, গাড়িটি চলতে চলতে পানিতে নেমে যেতে পারে। এরপর পানিতে চলার উপযোগী করতে এর সময় লাগে মাত্র তিন সেকেন্ড। এ সময়ের মধ্যেই এটি চাকা গুটিয়ে ফেলে এবং পানিতে চলার উপযোগী হয়ে যায়। আবার তিন সেকেন্ড সময়েই এটি স্থলভাগে চলার উপযোগী হয়ে যায়।

পানিতে দুর্দান্ত গতিতে চলতে পারে এ ওয়াটারকার। বিভিন্ন জলযানকেও হারিয়ে দিতে পারে গতিতে। রীতিমতো ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে চলতে পারে এটি, যা রীতিমতো অন্যান্য জলযানের জন্য স্বপ্নের মতো।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, দমকল বাহিনী কিংবা পর্যটন বা বিনোদনের কাজে এ গাড়ি অত্যন্ত উপযোগী। মার্কিন প্রতিষ্ঠানের নির্মিত ওয়াটারকারের মূল্য এক লাখ ৩৯ হাজার ডলার থেকে শুরু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে