এক্সক্লুসিভ ডেস্ক: বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। মাঠে এবং মাঠের বাইরে এই খেলাকে ঘিরে কত বিচিত্র ঘটনাই না ঘটেছে। এক নজরে দেখে নেওয়া যাক ফুটবল মাঠের তেমনই কিছু বিচিত্র ঘটনা। ২০০৭ সালের কথা। আইরিশ ফুটবলার স্টিফনের বান্ধবীর সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু একই দিনে চেক প্রজাতন্ত্রের সঙ্গে খেলা ছিল আয়ারল্যান্ডের। বান্ধবীকে দেওয়া কথা রাখতে নিজের দাদি মারা যাওয়ার মিথ্যা খবর দেন দলকে। পরে জানা যায়, দিব্যি বেঁচে আছেন স্টিফনের দাদি। আর স্টিফন ছিলেন তাঁর বান্ধবীর সঙ্গে। ধরা পড়ে প্রকাশ্যে ক্ষমা চান স্টিফন। তবে এই ঘটনায় শাস্তি পেতে হয়েছে তাঁকে।
এটি মজা করতে গিয়ে মর্মান্তিক পরিণতির বরণ করার এক উদাহারন। লাজিওর মিডফিল্ডার লুসিয়ানোরি সেসোনি মাঠে এবং মাঠের বাইরে হাস্যরসের জন্য পরিচিত ছিলেন। ১৯৭৮ সালের ঘটনা। রোমে একটি অলংকারের দোকানে ঢুকে হঠাৎই চিৎকার করতে থাকেন, ‘যার কাছে যা আছে দিয়ে দাও, আমি এখানে ডাকাতি করতে এসেছি। মুহূর্তেই দোকানের মালিকের গুলি করে দেন। মাটিতে লুটিয়ে পড়ে সেসোনি বলতে থাকেন যে তিনি একজন ফুটবলার আর এটা একটা মজা ছিল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার।
২০০৬ সালের বিশ্বকাপে গ্রুপ এফ-এর খেলা চলছিল অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে। দুই দলের আক্রমণাত্মক খেলার কারণে একাধিক কার্ড দেখাতে বাধ্য হন ব্রিটিশ রেফারি গ্রাহাম পোল। ম্যাচের ৬১ এবং ৯০ মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জোসিপ সিমুনিচ। তবে দুটি হলুদ কার্ড দেখালেও লাল কার্ড দেখাতে ভুলে যান রেফারি। এরপর ম্যাচের শেষ দিকে আবারও হলুদ কার্ড দেখেন সিমুনিচ। এই ভুলের খেসারত হিসেবে পোলের ক্যারিয়ারেরই অবসান ঘটে।
ইংলিশ ফুটবল লিগের ক্লাব টর্ক ইউনাইটেডের ম্যানেজার হিসেবে এক অভিনব রেকর্ড গড়েছিলেন লেরো রোজেনিয়র। সবচেয়ে কম সময়ে কোনো ক্লাবের দায়িত্বে থাকার রেকর্ড এটি। ২০০৭ সালে দ্বিতীয় বারের জন্য ক্লাবের দায়িত্ব নেন টর্ক। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার কিছুক্ষণ পরেই বিক্রি হয়ে যায় ক্লাব। নতুন মালিক ম্যানেজার হিসেবে আর তাঁকে রাখতে চাননি।
অস্ট্রিয়ার এক সংস্থা অভিনব এক পুরস্কারের ঘোষণা করেছিল। ‘দেশের হয়ে প্রথম গোলদাতা হতে পারলেই আজীবন বিনামূল্যে বিয়ার। দেশটির হয়ে প্রথম গোল করে এই পুরস্কার জেতেন ইভিকা ভাসটিচ। কিন্তু তিনি পেনাল্টি থেকে গোল করায় শুরু হয় বিতর্ক। তবে কীভাবে গোল করতে হবে তার বিস্তারিত উল্লেখ না থাকায় ভাসটিচ শেষ পর্যন্ত পুরস্কারের জন্য মনোনীত হন।