মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮, ০৩:৩৪:৫৩

মোবাইল ফোনের নেশায় ছ’সপ্তাহের শিশুকে বিক্রি করলেন মা

মোবাইল ফোনের নেশায় ছ’সপ্তাহের শিশুকে বিক্রি করলেন মা

এক্সক্লুসিভ ডেস্ক: একটি কথা আছে যে অভাবে স্বভাব নষ্ট। কিন্তু অভাবের কারণে নয় কেবলমাত্র একটি মোবাইল ফোন কিনতে ছ’সপ্তাহের শিশুকে বিক্রি করে দিলেন এক মা। এমনটাই ঘটেছে নাইজেরিয়ায়। অভিযুক্ত মায়ের নাম  মিরাকল জনসন (২৩)। স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সন্তানকে বিক্রি করায় অনুতাপ প্রকাশ করেছেন  মিরাকল জনসন। জানা গেছে, ২ লাখ নাইজেরিয়ান মুদ্রা নাইরার বিনিময়ে শিশুসন্তানকে একটি অনাথ আশ্রমের কাছে  বিক্রি করেন মা৷

পুলিশ সুপার জনসন কুকোমে এই ঘটনাকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন৷

এদিকে, জনসন দাবি করেছেন, সন্তানকে বিক্রি করার জন্য তাকে প্ররোচিত করা হয়৷ তার এক বন্ধু ওই অনাথ আশ্রমটি চালায়৷ ওই বন্ধু জানায়, সন্তানকে বিক্রি করে ওই টাকায় স্বামীর ব্যবসা শুরুর কাজে লাগাতে কিংবা নিজের জন্য দামী মোবাইল ফোন কিনতে৷

জনসন জানিয়েছেন, হতাশা থেকে তিনি সন্তানকে বিক্রি করেছেন৷ তার স্বামী কাজ করে না, স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণে ব্যর্থ৷ এমনকি তিনি মোবাইল ফোনও কিনতে চাননি৷

কিন্তু জনসনের স্বামী জানান, তিনি জনসনকে সন্তান বিক্রি করতে বাধা দিয়েছিলেন৷ কিন্তু জনসন সে কথা শোনেনি। সূত্র: জি-নিউজ
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে