বুধবার, ২৯ আগস্ট, ২০১৮, ০২:৫০:৩৮

হঠাৎ অজয় হনিমুনের মাঝপথে পালিয়ে এসেছিলেন!

হঠাৎ অজয় হনিমুনের মাঝপথে পালিয়ে এসেছিলেন!

বিনোদন ডেস্ক: ১৮ বছর আগে বিয়ে করেছেন বলিউড কাপল অজয় দেবগান এবং কাজল। বিয়ের পর দু'জন পুরো পৃথিবী ঘুরে দেখার প্ল্যান করেছিলেন। কিন্তু মাঝপথে পালিয়েছিলেন অজয়। ১৯৯৯ সালে সেই ঘটনা ১৮ বছর পর প্রকাশ করেছেন কাজল।

কাজল সম্প্রতিক একটি ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের পর ৬০ দিনের জন্য বেরিয়ে পড়েন দম্পতি। অস্ট্রেলিয়া থেকে লস অ্যাঞ্জেলস হয়ে লাস ভেগাসে ঘুরছিলেন তারা। সেখানেই ছন্দপতন!

কাজলের বলেন, ‘আমরা তখন গ্রিসে।৪০ দিন হয়েছে ঘুরছি। অজয় একটু ক্লান্ত ছিল। একদিন সকালে আমাকে বলে, ওর জ্বর হয়েছে, মাথাব্যথা, আমি বলেছিলাম ওযুধের ব্যবস্থা করছি।’

‘কিন্তু ও সমানে বলে যাচ্ছিল, ওর শরীর খুব খারাপ। তখন আমি জানতে চেয়েছিলাম, কী করলে ঠিক হবে? সঙ্গে সঙ্গে ও বলেছিল, বাড়ি চল।’

কাজল বলেন, মাথাব্যথার জন্য গ্রিস থেকে বাড়ি আসার কথা কেন বলেছিলেন অজয় তা তিনি বুঝতে পারেননি। হঠাৎ সে হনিমুনের মাঝপথে পালিয়ে এসেছিলেন!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে