বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮, ০১:৫৫:০৪

পার্কের সিগারেটের প্রান্ত ও আবর্জনার টুকরো সরিয়ে ফেলতে কাককে বিশেষ প্রশিক্ষণ!

পার্কের সিগারেটের প্রান্ত ও আবর্জনার টুকরো সরিয়ে ফেলতে কাককে বিশেষ প্রশিক্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক: কাককে পাখিজগতের সবচেয়ে বুদ্ধিমান পাখি বলে মনে করা হয়। আর তারই জের ধরে ফ্রান্সের একটি থিম পার্কে দর্শনার্থীদের ফেলে দেওয়া সিগারেটের প্রান্ত ও আবর্জনার টুকরো সরিয়ে ফেলতে ছয়টি কাককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এ ব্যাপারে পুয়ে দু ফোউ নামের ওই পার্কের প্রেসিডেন্ট নিকোলাস দি ভিলিয়ার্স সংবাদ মাধ্যমকে বলেন, কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতাই আমাদের মূল উদ্দেশ্য নয়, কারণ এ ব্যাপারে পার্কের দর্শনার্থীরা ইতোমধ্যেই যথেষ্ট সচেতন। আমরা সবাইকে দেখাতে চাইছি, প্রকৃতির কাছ থেকেও পরিবেশের যত্ন নেওয়া শেখা সম্ভব।

রুকস নামের এক প্রজাতির কাক রয়েছে যাদেরকে বেশ বুদ্ধিমান বলে ধরা হয়। এই কাকেরা বিভিন্ন খেলার মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন করতে পারে। 

পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে প্রণোদিত করতে প্রতিবার একটি করে সিগারেটের প্রান্ত বা আবর্জনার টুকরো বয়ে আনলেই মজাদার খাবার দেওয়া হবে এই কাকগুলোকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে