এক্সক্লুসিভ ডেস্ক: টাকা থাকলে শুধু বাঘের দুধই পাওয়া যায় না; আস্ত ট্রেনও ভাড়া করা যায়! ব্রিটিশ দম্পতি গ্রাহাম উইলিয়াম লিন ও সিলভিয়া প্লাসিক সদ্য বিবাহ সেরেই উড়ে এসেছেন ভারতবর্ষে। নিজেদের হানিমুনটিকে স্মরণীয় করে রাখার জন্য তারা নিলগিরি উপত্যকাকে বেছে নিয়েছেন। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে শুধু ভারতে আসাই নয়, মধুচন্দ্রিমার জন্য ভাড়া করে ফেলেছেন আস্ত ট্রেন!
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রেনটি ভাড়া করতে তাদের খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ রুপি। এমন কাণ্ড দেখে স্টেশন কর্মকর্তারাও বেশ উৎফুল্ল। এই অভিজ্ঞতা তো আর নিয়মিত হয় না। তাই নববিবাহিত দম্পতিকে স্বাগত জানিয়ে স্টেশন মাস্টার নিজেই ট্রেনে তুলে দেন। ট্রেন চলতে শুরু করে নীলগিরির বুক চিরে।
ট্রেনটির সিটসংখ্যা অবশ্য ১২০টি। বগি ২টি। ট্রেনটি মেট্টুপালায়ম ছাড়ে সকাল ৯ টা বেজে ১০ মিনিটে। গন্তব্য স্টেশন উটি পৌঁছায় দুপুর ২টার দিকে। কিছুদিন আগেই ভারতীয় রেল দক্ষিণ রেলওয়ের জন্য পুরো ট্রেন ভাড়া নেওয়ার সুবিধা চালু করেছে। এই ভিনদেশি দম্পতিই যার প্রথম গ্রাহক!