বুধবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৭:১৮

গোখরা সাপের সঙ্গে ৬ কুকুরের তুমুল লড়াই, এরপর?

 গোখরা সাপের সঙ্গে ৬ কুকুরের তুমুল লড়াই, এরপর?

এক্সক্লুসিভ ডেস্ক: গোখরা সাপের ভয়ঙ্কর বিষের কথা কে না জানে। বিশালাকার সে সাপের ছোবলে মৃত্যু হতে পারে যে কোনো প্রাণীর। কিন্তু সেই গোখরা সাপকেই রুখে দিল ছয়টি কুকুর। মূলত একতাবদ্ধ থাকাতেই কুকুরগুলো সাপটিকে পরাজিত করতে সক্ষম হয়।

ভিডিওতে দেখা যায়, একটি পুকুরের ধারে সাপটি দেখে ভিড় করেছিল কয়েকটি কুকুর। এরপর প্রথমে সাপটি পানিতে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর আবার ফিরে আসে কুকুরগুলোর মুখোমুখি হতে।

তবে সাপটির পালানো কঠিন করে দেয় কুকুরগুলো। লেজ কামড়ে ধরে। এরপর সাপটিও ঘুরে দাঁড়ায়। শুরু হয় তুমুল যুদ্ধ।
ঘটনাটি কোন স্থানের তা জানা যায়নি। তবে অনলাইনে বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে