রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩৮:১৬

উড়ন্ত গাড়ি স্কাইরানার!

উড়ন্ত গাড়ি স্কাইরানার!

এক্সক্লুসিভ ডেস্কঃ ঘণ্টার পর ঘণ্টা আপনি আপনার গাড়ি নিয়ে জ্যামের মধ্যে আটকে আছেন, হয়তো অফিসের দেরি হয়ে যাচ্ছে কিংবা বাসায় কোন জরুরি কাজ যা আপনার দ্রুত সম্পাদন করতে হবে ।

এমন সময় আপনার ওই গাড়িতে বসা অবস্থায় ওই গাড়িটি নিয়ে আপনার আকাশে ওড়ার সাধ জাগলো।

তখন কী করবেন। হ্যাঁ, আপনার এসব ইচ্ছা পূরণে একদল ব্রিটিশ প্রকৌশলী এমন এক ধরনের গাড়ি তৈরি করেছেন যেটি অনায়াসে আকাশে উড়তে পারে। আবার রাস্তায়ও চলতে পারে।

গাড়িটির নাম স্কাইরানার। এটির এক অংশ গাড়ির মতো, আর অপর অংশ বিমানের মতো। এটির গতিবেগ পোরশে গাড়ির চেয়ে বেশি।

এটি রাস্তায় ঘন্টায় ১১৫ মাইল আর আকাশে ৫৫ মাইল পর্যন্ত ছুটতে পারে। গাড়িটির ওজন ৪৫০ কেজি। আবার দামও হাতের নাগালে। মাত্র ৭৫ হাজার পাউন্ড।

প্রকৌশলীরা দাবি করছেন অন্যান্য গাড়ির তুলনায় স্কাইরানারের ইঞ্জিন তেল সাশ্রয়ী। এক গ্যালনে এটি ৫৩ মাইল পথ পাড়ি দিতে পারে।

কার্বন তন্তুর মতো হালকা পদার্থ দিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে। এটির সামনে একটি প্রপেলর রয়েছে যেটি গাড়িটিকে আকাশে উড়তে সাহায্য করে। আগামী বছর থেকে এটি বাজারে পাওয়া যাবে।

০৫/১১/২০১৩/এমটিনিউজ২৪/এস.কে/এস.এম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে