রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২০:০৬

সৌদি আরবের কনিষ্ঠতম দম্পতির সন্তান লাভ!

সৌদি আরবের কনিষ্ঠতম দম্পতির সন্তান লাভ!

এক্সক্লুসিভ ডেস্ক: আলি আল কাইসি বিয়ে করেন যখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। আর বিয়ে করেন তিনি তাঁর চেয়ে বয়সে ১ বছরের ছোট কাজিনকে। আর সবচেয়ে মজার খবরটি হলো- সম্প্রতি এই দম্পতি একটি ফুটফুটে পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। একটি সামরিক হাসপাতালে সন্তানের জন্ম দেন আলি আল কাইসির স্ত্রী।

তাবুক শহরে বসবাসকারী এই দম্পতি সৌদি আরবের সবচেয়ে কনিষ্ঠ দম্পতি যাঁরা সন্তানের জন্ম দিলেন। বিয়ের দেড় বছরের মাথায় তাঁরা সন্তানের বাবা-মা হন। 

তবে, সন্তান জন্ম দিতে গিয়ে বেশ ঝক্কি পোহাতে হয়েছে এই দম্পতিকে। যখন সন্তান প্রসবের জন্য গর্ভবতীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তখন কর্তৃপক্ষ তাঁর বাবার অনুমতি ছাড়া তাঁর সন্তান প্রসব করানোর বিষয়ে আপত্তি জানায়। সিজারিয়ান এর প্রয়োজন হতে পারে এই মর্মে আপত্তি তোলে কর্তৃপক্ষ এবং এ কারণেই মূলত মেয়েটির বাবার 'লিগ্যাল ডকুমেন্ট'-এ স্বাক্ষর করাতে চায়। 

যদিও পরে আলি আল কাইসি কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হন এবং ওই হাসপাতালেই সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী। 

স্বাভাবিক প্রসবে জন্ম নেওয়া সন্তানটি এখন নানির তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে। 
সূত্র : সৌদি গেজেট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে