মঙ্গলবার, ০২ অক্টোবর, ২০১৮, ০৭:০৭:৪৬

সামনের চুল কমে যাচ্ছে? যা ব্যবহারে নতুন চুল গজাবে!

সামনের চুল কমে যাচ্ছে? যা ব্যবহারে নতুন চুল গজাবে!

এক্সক্লুসিভ ডেস্ক: সামনের অংশের চুল কমে সিঁথি বড় হয়ে যাওয়ার সমস্যায় পড়েন অনেকে। ভিটামিন ই অয়েলের একটি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে নতুন চুল গজাবে। জেনে নিন কীভাবে তেলের মিশ্রণটি তৈরি ও ব্যবহার করবেন।  

একটি বাটিতে ২ চা চামচ নারকেল তেল নিন। ২ চা চামচ ক্যাস্টর অয়েল ও ১ চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। মিশ্রণে ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। তেলের এই মিশ্রণটি রাতে ঘুমানোর আগে ঘষে ঘষে লাগান চুলের গোড়ায়। আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবেন। পরসিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন থেকে চারবার মিশ্রণটি ব্যবহার করলে ফল পাবেন দ্রুত। মুখবন্ধ বয়ামে ৩ মাস পর্যন্ত রেখেও ব্যবহার করা যাবে এই তেল।

নিয়মিত ব্যবহার করলে চুল পোড়া বন্ধ হবে ও নতুন চুল গজাবে। পাশাপাশি চুল হবে মসৃণ ও ঝলমলে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে