শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮, ০৭:৪০:১৮

মেসেঞ্জারে বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার সুযোগ নিয়ে আসছে নতুন ফিচার ‘আনসেন্ড’

 মেসেঞ্জারে বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার সুযোগ নিয়ে আসছে নতুন ফিচার ‘আনসেন্ড’

এক্সক্লুসিভ ডেস্ক: মেসেঞ্জারে বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার সুযোগ নিয়ে আসছে আনসেন্ড ফিচার। কোনো বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার সুযোগ ছিল না মেসেঞ্জারে কথোপকথনের কোনো কিছু সম্পাদনা করতে গেলে ডিলিট মেসেজ এর ওপরে আনসেন্ড মেসেজ অপশন দেখা যাবে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ-এর বিশ্লেষক জেন ম্যাকচান ওং একটি টুইটে অ্যান্ড্রয়েড ডিভাইসে আনসেন্ড ফিচারের ছবি পোস্ট করেছেন। এটা অনেকটাই জিমেইলের আনডু সেন্ড ফিচারের মতোই। আগে প্রেরক বার্তা মুছে ফেলার পরও প্রাপক সেই বার্তা দেখার সুযোগ থাকতো আনসেন্ড মূলত প্রেরকের বার্তা নিয়ন্ত্রণ অ্যাপ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে