রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৬:২২

দুধের পোশাকে মডেলিং

দুধের পোশাকে মডেলিং

নিউজ ডেস্ক : যুগের সাথে তাল মিলিয়ে তৈরি হচ্ছে পোশাক। পোশাক তৈরিতে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন উপাদান। রেশম থেকে শুরু করে বাদ যায়নি প্লাস্টিক। কিন্তু এবারের পোশাকে ব্যতিক্রম।

পোশাকে নারীর দারুণ মানায় এ কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সে পোশাক যদি হয় দুধের। পোশাক পছন্দ করে না এমন নারীর সংখ্যা নেহায়েতই কম। কত নামের বাহারী পোশাক তা না লিখে মুখস্ত করে রাখা দায়।

ভিন্ন আঙ্গিকের শোশাকটি দুধের। কেউ হয়তো কল্পনাও  করেনি এতোদিন এ ধরনের পোশাকের কথা। বাস্তবে সেটাই দেখালেন বিখ্যাত ফটোগ্রাফার জেরোসল্যাভ।

ফটোগ্রাফার জেরোসল্যাভের তোলা অসাধারণ ছবিতে ফুটে উঠেছে বিশ্বের প্রথম দুধের তৈরি পোশাক। মডেলের দেহে শোভা পাচ্ছে এমন পোশাক। কিন্তু বাস্তবে কি তাই!

বিষয়টি সত্যি না হলেও মডেলের গায়ে ছুড়ে দিয়ে এমনভাবেই ক্যামেরাবন্দি করা হয়েছে। মডেলের অভিনয়ে ঝরছে দুধ। দৃশ্যটি দেখতে ভালো লাগলেও কিন্তু ক্ষণিকের।


ক্যামেরার অনন্য ব্যবহার এবং ফটোশপ এতে কাজে লাগানো হয়েছে।

তবে গায়ে লেপ্টে থাকা দুধের স্রোত দেখে মনে হবে পোশাকের মতই। এ ছবি মেইল অনলাইনের

১৯.১০.২০১৩/এমটিনিউজ২৪/এমআর/এসএম/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে