রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৫:৪৯

সাগরতলে অজস্র গুপ্তধন!

সাগরতলে অজস্র গুপ্তধন!

এক্সক্লুসিভ ডেস্ক : দীর্ঘ ৩০০ বছরের রহস্য। কত মানুষই না চেষ্টা করেছেন, তার সংখ্যা অবশ্য নেই। যে শাসকই এসেছেন, তারই প্রথম লক্ষ্য হয়েছে ওই গুপ্তধন খুঁজে বের করার। গুপ্তধনের সন্ধান করতে গিয়ে প্রাণও হারিয়েছেন অনেকে। রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। অবশেষে রহস্যের জট খুলল। রাশি রাশি গুপ্তধন মিলল। ৩০০ বছর আগে সোনা ও বহুমূল্য রত্নবোঝাই ডুবে যাওয়া স্পেনীয় রণতরির খোঁজ পেল কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস জানিয়েছেন, আধুনিক মানব সভ্যতার ইতিহাসে এটাই সবচেয়ে বড় গুপ্তধনের সন্ধান। আজ থেকে ৩০০ বছর আগে ব্রিটিশদের আক্রমণে ডুবে যায় স্পেনের স্যান হোসে রণতরি। কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে জাহাজটি ডুবেছিল ১৭০৮ সালের জুনে। স্পেনের মার্কিন ঔপনিবেশিকরা স্পেনের তত্‍‍‌কালীন স্পেনের রাজ পঞ্চম ফিলিপকে ওই রণতরিতে পাঠাচ্ছিলেন প্রচুর উপঢৌকন। সোনা, হীরা, নানাবিধ রত্ন, রুপাবোঝাই জাহাজ। কলম্বিয়ার ক্যারিবীয়ান উপকূলে ব্রিটিশদের আক্রমণে ডুবে স্যান হোসে। মাত্র ৬০০ জাহাজকর্মীকে উদ্ধার করা গিয়েছিল। বাকিদের খোঁজ মেলেনি। এরপর থেকেই স্পেন ও কলম্বিয়া স্যান হোসের খোঁজ শুরু করা হয়। জাহাজটির সন্ধান পেলেই তো ধনকুবের। তাই রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। জলের তলা তোলপাড় করেও স্যান হোসের খোঁজ মেলেনি এত বছর। অবশেষে চলতি বছরের ২৭ নভেম্বর কলম্বিয়ার বিশেষজ্ঞরা জানান, স্যান হোসের খোঁজ মিলেছে। জানা গেছে, স্যান হোসের কমবেশি ১ হাজার রেক ক্যারিবিয়ান উপকূলের কাছে মহাসাগরের নীচে ছড়িয়ে রয়েছে। মাত্র ১০টি রেকেই যদি ঠাসা ধন-সম্পদ থাকে তাহলে বাকিগুলোয় আরো কত আছে তার ইয়াত্তা নেই। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে