বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮, ১২:৫১:২৩

জানেন কী, ম্যারাডোনা কিন্তু দুই হাতে ঘড়ি পড়ে থাকেন! কিন্তু কেন?

জানেন কী, ম্যারাডোনা কিন্তু দুই হাতে ঘড়ি পড়ে থাকেন! কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক: মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়াগো ম্যারাডোনা সব সময়ই খবরে থাকেন। রাশিয়া বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টাইন মহাতারকা একাধিকবার শিরোনাম হয়েছেন। আসলে ম্যারাডোনা খবরে থাকতেই ভালবাসেন।  তবে জানেন কী, ম্যারাডোনা কিন্তু দুই হাতে ঘড়ি পড়ে থাকেন। কিন্তু কেন? এর পিছনের কারণ কী?

দামি ঘড়ির প্রতি দারুণ আকর্ষণ রয়েছে ম্যারাডোনার। বিদেশে গেলে দুই হাতে ঘড়ি পরা তাঁর পুরানো অভ্যাস। এই ছবি বহু জায়গায় প্রকাশিত হয়েছে। বিদেশে গেলে শুধুমাত্র স্থানীয় সময় দেখলে ম্যারাডোনার চলে না। নিজের দেশ আর্জেন্টিনার সময়ও দেখেন তিনি। 

এটাই হল ম্যারাডোনার দু'টো ঘড়ি পরার রহস্য। ম্যারাডোনা মোটেও মিতব্যয়ী নন। হীরার দুল পরেন তিনি। চোখে থাকে দামী রোদচশমা। বিলাসবহুল গাড়ি রয়েছে তার। ম্যারাডোনা বাড়িও বিলাসবহুল ও চকচকে। সব মিলিয়ে ম্যারাডোনা সব সময়েই রঙিন এক চরিত্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে