সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৫:২৮

তরুণীদের লাল গোলাপে ছোট্ট একটি চিরকুট

তরুণীদের লাল গোলাপে ছোট্ট একটি চিরকুট

এক্সক্লুসিভ ডেস্ক : চলমান নাশকতায় পশ্চিমাদেশগুলোতে শান্তিকামী মুসলিমরাও বাঁকা চাহনির শিকার হচ্ছেন। ঘৃণা-সন্দেহের বাঁকা চাহনির অবসান ঘটাতে মুসলিম পরিচয়ের জন্য দরকার ওই ধর্মের সঠিক পরিচয় তুলে ধরা। আর তা-ই করে দেখালেন কানাডার মুসলিম নারীরা। ভালোবাসার লাল গোলাপের শুভেচ্ছায় ছড়ালেন মানবতার বার্তা। প্যারিস থেকে ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক হত্যাযজ্ঞে তথাকথিত মুসলিম সংশ্লিষ্টতার ধোঁয়াশা কাটাতে লাল গোলাপের স্নিগ্ধ ভালোবাসায় জানালেন ইসলাম মানে সন্ত্রাস নয়, শান্তি। শান্তিকামী মুসলমানরা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত নয়। ব্যতিক্রমী এই প্রচারণার আয়োজন করে টরন্টোর মুসলমান নারীদের একটি গ্রুপ। মুসলিম নারীদের এ খবর প্রকাশ করেছে কানাডাভিত্তিক বাংলাদেশের অনলাইন গণমাধ্যম ‘নতুন দেশ ডট কম’। অনলাইনটির প্রতিবেদনে বলা হয়, কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের রাজধানী টরন্টো’র প্রাণকেন্দ্রে অবস্থিত ‘নাথান ফিলিপ স্কয়ারে’ মুসলমান নারীরা ভালোবাসার উপহার হিসেবে এক হাজার লাল গোলাপ তুলে দিয়েছেন পথচারীদের হাতে। প্রতিটি লাল গোলাপের সঙ্গে জুড়ে দেয়া ছিল ছোট্ট একটি চিরকুট, যাতে লেখা ‘মুসলিম, যারা বিশ্ব মানবতাকে ভালোবাসে, তাদের পক্ষ থেকে’। এ আয়োজনের উদ্যোক্তা ড. ইউসরা আহমেদ নামের একজন মনোবিজ্ঞানী। তিনি জানান, প্যারিসে হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় টরন্টোতে মুসলিম নারীরা নিগ্রহের শিকার হয়েছেন। তবে টরন্টোবাসী এসব বিচ্ছিন্ন ঘটনার বিপক্ষে থেকে মুসলমানদের প্রতি সমর্থন জানিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং টরন্টোনিয়ানদের আন্তরিক সমর্থনের জন্য তাদের প্রতি ধন্যবাদ জানাতে লাল গোলাপ কর্মসূচির আয়োজন করা হয়। ইউসরা জানান, এ মুহূর্তে দরকার মানবতার মধ্যে অধিকতর ভালোবাসা এবং হৃদ্যতার সম্পর্ক। ‘লাল গোলাপ’ আন্তরিক ভালোবাসা এবং হৃদ্যতার প্রতীক। এক হাজার লাল গোলাপ মানে ভালোবাসার এক হাজার সুযোগ। মুসলিম তরুণীদের লাল গোলাপ কর্মসূচি ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। নাগরিকরা গোলাপ হাতে নিয়ে তরুণীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের ধন্যবাদ জানান। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে