রবিবার, ০৪ নভেম্বর, ২০১৮, ০৩:০২:৪৬

তলিয়ে গেছে পুরো দ্বীপ, স্তম্ভিত বিশেষজ্ঞরাও!

তলিয়ে গেছে পুরো দ্বীপ, স্তম্ভিত বিশেষজ্ঞরাও!

এক্সক্লুসিভ ডেস্ক: বলতে গেলে চোখের সামনেই উধাও হয়ে গেছে আস্ত একটা দ্বীপ! এ ঘটনায় স্তম্ভিত পেশাদার ভূগোলবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ।

জানা গেছে, জাপানের এসানবেহানাকিতাকোজিমা নামের একটি দ্বীপ পুরোপুরি হারিয়ে গেছে। হোক্কাইডোর সারুফাৎসু গ্রাম থেকে ৫০০ মিটার দূরে অবস্থিত ছিল দ্বীপটি।

জাপানের সমুদ্রে অবস্থিত একশ ৫৮টি জনবসতিহীন দ্বীপেরই একটি ছিল এসানবেহানাকিতাকোজিমা। ২০১৪ সালে দ্বীপটির এই নাম দেয় জাপান সরকার।

আন্তর্জাতিক আইন অনুসারে, সেই ভূখণ্ডকেই ‘দ্বীপ’ বলা যাবে, যেটি জোয়ারের সময়েও জলের উপরিতলে জেগে থাকে। সেদিক থেকে দেখলে, এসানবেহানাকিতাকোজিমা এই শর্ত অবশ্যই পূরণ করেছিল।

তাকে ‘দ্বীপ’-এর মর্যাদাই দেওয়া হয়েছিল সরকারিভাবে। কিন্তু এখন সেটা পানিতে তলিয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গেছেন জাপানি সমুদ্র ও ভূ-বিশেষজ্ঞরা।

১৯৮৭ সালের জরিপ অনুযায়ী, এসানবেহানাকিতাকোজিমা সাগরতলের ১.৪ মিটার উপরে ছিল। এখন, তার উধাও হয়ে যাওয়ায় ধরে নিতে হবে, সমুদ্রতল উপরে উঠে এসেছে।

জাপানের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র তোমু ফুজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঝড় ও তুষারপাতের কারণেও এসানবেহানাকিতাকোজিমা হারিয়ে যেতে পারে। আপাতত জাপানের উপকূলরক্ষী বাহিনী সংশ্লিষ্ট এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। ওই জায়গাটি জাহাজ চলাচলের জন্য নিরাপদ কি না, তা খতিয়ে দেখছে উপকূলরক্ষী বাহিনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে