রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯, ১২:২২:৩৪

যে রাশি সবচেয়ে বেশি প্রভাবিত হবে পূর্ণ চন্দ্রগ্রহণে!

যে রাশি সবচেয়ে বেশি প্রভাবিত হবে পূর্ণ চন্দ্রগ্রহণে!

এক্সক্লুসিভ ডেস্ক: সিংহরাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন ‘সুপার ব্লাড মুন’ বা পূর্ণ চন্দ্রগ্রহণে।
সোমবার ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে। বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে পূর্ণগ্রাসে দৃশ্যমান হবে এই মহাজাগতিক উপগ্রহ। তবে বাংলাদেশ বা এশিয়ার কোনো দেশ থেকে এ দৃশ্য দেখা যাবে না। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১ দশমিক ১৯৫৩

‘হরোসকপ.কম’ বলছে, এবার সিংহরাশির ‘ঘরে’ হবে পূর্ণ চন্দ্রগ্রহণ। তার মানে এই রাশির ব্যক্তিদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন আসবে।

জ্যোতিষী এথেনা পেরাকিস ‘রিডার্স ডাইজেস্ট’কে বলেন, ‘সিংহরাশি পূর্ণ চন্দ্রগ্রহণ পছন্দ করে। কারণ সে সৃজনশীল, উদ্যমী। এই সময়ে সে নতুন কিছুর সন্ধানে ব্যস্ত থাকবে।’

এখানেই শেষ নয়। এই সময়ে সিংহরাশির জাতক-জাতিকরা বড় ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাবেন।

সিংহ’র পর কন্যারাশির ওপর চন্দ্রগ্রহণের প্রভাব বেশি পড়বে। কর্মজীবনে দারুণ সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এছাড়া তুলারাশির লোকজন নতুন সম্পর্কে উৎসাহী হবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে