শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৫৭:০২

৭২ বছর বয়সী বাংলাদেশি বডিবিল্ডার!

৭২ বছর বয়সী বাংলাদেশি বডিবিল্ডার!

এক্সক্লুসিভ ডেস্ক: ইনি একজন ৭২ বয়সী বৃদ্ধ। নাম এ কে এম মাতলুবুল হক টিপু। ছিলেন একজন সরকারি কর্মকর্তা। এখন অবশ্য অবসরে। তিনি একজন মুক্তিযোদ্ধাও। তবে এই বৃদ্ধের আরো একটি পরিচয় আছে তা হলো তিনি একজন বডিবিল্ডার। এই বয়সেও তিনি শরীরের বেশ যত্ন নেন। নিয়মিতই যান ব্যয়ামাগারে।

ব্যয়ামাগারে ওই বৃদ্ধের শরীর চর্চার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন তারই ছেলে মীম রাফিউল হক। ভিডিও দেখলেই বুঝতে পারা যায় ৭২ বছর বয়সেও তিনি শরীরের প্রতি কেমন যত্নবান। বৃদ্ধের এমন ভিডিও চোখে পড়া মাত্রই চোখ আটতে যাচ্ছে সবার।

ভিডিওতে দেখা যায়, শরীর চর্চায় বেশ মনোযোগী মাতলুবুল হক টিপু। শরীর চর্চার প্রতিটি স্টেপ দিচ্ছেন খুব নিখুঁতভাবে।

বাংলাদেশের জিমনেশিয়াম গুলোতে তরুণ যুবকদের বেশ যাওয়া আসা থাকলে বয়স্ক মানুষদের কখনো দেখা যায়না। এমন প্রেক্ষাপটে ব্যায়ামাগারে গিয়ে মাতলুবুল হক টিপুর শরীর চর্চাকে সবাই একটু আলাদাভাবেই দেখছেন।

তবে তাসকিনের চোট কতোটুকু গুরুতর তা এখনো জানা যায়নি। এই জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কিছু সময়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে