এক্সক্লুসিভ ডেস্ক : বেঘোরে ঘুমানোর পর খুব সকালে ঘুম থেকে উঠতে মন চায় না অনেকের। অলসতা আপনাকে পেয়ে বসে। বিশেষ প্রয়োজন ছাড়া খুব সকালে ঘুম থেকে ওঠাটা অনেকের কাছেই আবার বিরক্তিকর। কিন্তু কাজের যে বারোটা বাজছে সেদিকে কোনো চিন্তা নেই।
পাখির ডাক শুনে, ঘড়িতে বা মোবাইলে অ্যালার্ম দিয়ে অনেকেরই ঘুম ভাঙে। আবার পরিবারের বা বন্ধু-বান্ধবদের ডাকে ঘুম ভাঙে। কিন্তু নির্ধারিত সময় ঘুমানোর পর যদি আপনার বিছানাই আপনার ঘুম ভাঙিয়ে দেয় তাহলে কেমন হবে? শুধু ঘুম ভাঙানোই নয় রীতিমত বিছানা আপনাকে নির্দিষ্ট দূরত্বে ছিটকে ফেলে দেবে।
মাথার কাছে অ্যালার্ম বাজতেই থাকলেও।ঘুম কাতুরে ব্যক্তির থোড়াই কেয়ার। কোনো চিন্তা নেই। কিন্তু কোলিন ফার্জ নামের এক ব্যক্তি এমন একটি বিকল্প বিছানা আবিষ্কার করেছেন যা আপনা আপনিই ঘুম ভাঙিয়ে দেবে।
ফার্জ হাই ভোল্টেজের বিশেষ একটি বিছানা তৈরি করেছেন, যেটি নির্দিষ্ট সময় পর এর ওপর শুয়ে থাকা ব্যক্তিকে ছুঁড়ে ফেলে দেবে। নির্ধারিত সময়ের জন্য দেয়া অ্যালার্ম বাজার সাথে সাথে বিছানায় শুয়ে থাকা ব্যক্তিকে ছুঁড়ে ফেলবে, এতে শুয়ে থাকা ব্যক্তির ঘুম না ভাঙার কোনো উপায় থাকবে না
।৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম