সোমবার, ০১ এপ্রিল, ২০১৯, ১০:০০:৩৯

ইন্টারনেটের গতি বাড়াতে যে নতুন পদ্ধতি ব্যবহার করছে ফেসবুক

ইন্টারনেটের গতি বাড়াতে যে নতুন পদ্ধতি ব্যবহার করছে ফেসবুক

এক্সক্লুসিভ ডেস্ক : মোবাইল ইন্টারনেটের গতি বাড়াতে ড্রোন ব্যবহার শুরু করছে ফেসবুক। মূলত দূর্গম এবং যেসব এলাকায় পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা নেই সেসব দ্রতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে ফেসবুক।  

এ লক্ষ্যে ফেসবুক সম্প্রতি ক্ষুদ্র এবং প্রায় পকেটের আকৃতির ড্রোন ব্যবহার করে মোবাইল ডাটার গতি বাড়ানোর উপায় অনুসন্ধান করছে। এই ড্রোনগুলো মূলত উচ্চ ঘনত্বের শক্ত ড্রাইভ বহন করার জন্যই  ডিজাইন করা হয়েছে যা পরবর্তীতে মোবাইল ডাটা বহন করতে ব্যবহার করা হবে।

অবশ্য ফেসবুক এর আগেও বেশ কয়েকবার এধরনের উদ্যোগ নিয়েছিল। ২০১৭ সালেও কাতালিনা নামে ইন্টারনেটের গতি বাড়াতে ড্রোন ব্যবহার বিষয়ক একটি প্রকল্প নিয়েছিল ফেসবুক।

সামাজিক এরিয়াল প্রকল্পের অধীনেই এই উদ্যোগ নিয়েছিল কোম্পানিটি। তবে ২০১৭ সালের মে মাসের এফ ৮ ডেভেলপার কনফারেন্সে প্রদর্শিত হওয়ার কয়েক মাস পরে প্রকল্পটি বন্ধ করে দিয়েছিল ফেসবুক।

তখন প্রকল্পের ধারণাটি সজ্জিত হেলিকপ্টার সমৃদ্ধ টেলিযোগাযোগের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল যাতে বায়ুমণ্ডলে শত শত মিটার পর্যন্ত মোবাইল ডাটা ফাইবার ও পাওয়ার লাইনের মাধ্যমে দূর্গম এলাকায় স্থানান্তর করা যায় যেখানে দুর্যোগ বা অন্য কারণে ইন্টারনেট সেবা দেওয়া যাচ্ছিল না।

তবে ২০১৮ সালের জুন মাসে এ প্রকল্পটি থেকেও সরে আসে ফেসবুক। কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি এখনও তাদের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পটি চালু রেখেছে যেখানে বিশ্বের অপেক্ষাকৃত কম উন্নত অংশে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে কাজ করছে কোম্পানিটি। সূত্র: গেজেটস নাউ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে