প্রাণ বাঁচাল পকেটমার
এক্সক্লুসিভ ডেস্ক : যেখানে নিজের জীবন নিয়ে টানাটানি সেখানে মহানুভবতা দেখালো এক পকেটমার। দু’আঙ্গুলের পকেট কাটার পেশায় ধরা পড়লে যে কেল্লা ফতে সে চিন্তা মাথায় থাকলেও একসঙ্গে দুটোই সেরেছে সে।
মেট্রো স্টেশনে এক মদ্যপ ব্যক্তি বসেছিলেন ট্রেন ধরার জন্য। রাতের সেই সময়টা স্টেশন চত্বর বেশ শুনশানও ছিল। মদ্যপ ওই ব্যক্তি স্টেশনের একটি চেয়ারে হেলান দিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।
বেসামালও হয়ে পড়া ওই ব্যক্তিকে এক ব্যক্তি লক্ষ্য করছিলেন। ওই ব্যক্তি একজন পকেটমার। মদ্যপ লোকটার কাছ থেকে কিছু হাতানো যায় কিনা সেই উদ্দেশ্য নিয়েই এক পা দু’পা করে তার দিকে এগিয়ে যায় পকেটমার।
একপর্যায়ে লোকটার বাঁ পাশে গিয়ে বসে সে। একটু ভালো করে লক্ষ্য করার পর সটান মদ্যপ লোকটার পকেটে হাত চালিয়ে দেয় সে। টাকার ব্যাগটা তুলে নেয়ার পরও লোকটার কোনো ভ্রূক্ষেপ না থাকায় একটু থমকে দাঁড়ায় পকেটমার! আবার লোকটার দিকে এগুতে থাকে।
এবার পকেটমার লোকটার ডান পাশে গিয়ে বসে। পকেট থেকে আরো কিছু হাতিয়ে নেয়। এরপর পকেটমার ধীরে ধীরে হাঁটতে শুরু করে। লোকটা আসছে কিনা আবার থমকে দাঁড়িয়ে পিছু ফিরে তাকায়।
তবে লোকটা তার পিছু নেয়নি ঠিকই, কিন্তু সোজা হাঁটা শুরু করলো রেললাইনের দিকে। প্ল্যাটফর্মের ধারে এসে এগোতে গিয়ে লাইনের ওপর পড়ে যায় লোকটা। ঠিক তখনই একটি ট্রেন ঢুকছিল প্লাটফর্মে। এ পরিস্থিতি দেখে পকেটমারও হতভম্ব হয়ে যায়।
পকেট মারতে গিয়ে যে একবারও ভাবেনি পকেটমার, চোখের সমানে এ ঘটনা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারল না সে। বিবেক যেন তাকে নাড়িয়ে দিয়েছিল। দৌড়ে গিয়ে মদ্যপ লোকটাকে রেললাইন থেকে সরিয়ে নিল পকেটমার।
পকেটমারের এমন মহানুভবতায় প্রাণে বাঁচলো পকেট খোয়া যাওয়া লোকটি। ঘটনাটি ফ্রান্সের একটি স্টেশনের। সিসিটিভি ফুটেজে ছবিটি ধরা পড়ার পরই পকেটমারের খোঁজ শুরু হয়। ফুটেজটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।
১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�