রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫০:০২

নাসার সেই ছবিগুলো ফটোশপে তৈরি!

নাসার সেই ছবিগুলো ফটোশপে তৈরি!

এক্সক্লুসিভ ডেস্ক : নাসা প্লুটোর ছবি প্রকাশের পর সারা বিশ্বে হৈচৈ হড়ে যায়। কিন্তু এখন জানা যাচ্ছে ওই ছবিগুলোর সবই ভুয়ো। এমন দাবি করা হয়েছে ইউটিউব চ্যানেলে।

Crow777 নামের চ্যানেলটিতে দাবি করা হয়েছে, ছবিগুলি ফটোশপে তৈরি করা হযেছে। এমনকি নিউ হরাইজনস বলে কোনও আকাশযান নাসা পাঠায়নি বলে দাবি করা হয়েছে ওই ভিডিওয়।

চ্যানেলের দাবি, মানুষের চোখে ধুলো দিয়ে কোনও গোপনখাতে সারধারণের করের টাকা খরচ করতে মিশনের গল্প ফেঁদেছে মার্কিন প্রশাসন।

তবে এবারই প্রথম নয়। মানুষের চাঁদের মাটিতে পা দেওয়ার ঘটনার সত্যতাও এখনো মানতে চান না অনেকে। নাসার বিভিন্ন মিশন নিয়ে রয়েছে একাধিক কন্সপিরেসি থিওরি। এবার ‌তাতে ‌যুক্ত হল নিউ হরাইজনস মিশনও।
০৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে