বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫৪:১৪

রেজাল্ট খারাপ, তাই মেয়েকে নদীতে ফেলে দিলেন মা

রেজাল্ট খারাপ, তাই মেয়েকে নদীতে ফেলে দিলেন মা

এক্সক্লুসিভ ডেস্ক: পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে। তাই বলে মেয়েকে নদীতে ফেলে দিয়ে হত্যা করতে হবে? এমন কঠিন হৃদয়ের মাও কি পৃথিবীতে রয়েছে। এমনই একটি ঘটনা ঘটেছে চীনের গুয়াংদং প্রদেশের চাওঝু এলাকায়। সেখানে পরীক্ষার ফল খারাপ হওয়ায় নিজের মেয়েশিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টা করেন এক মা। নদীর পাড় থেকে সেই মুহূর্তে ধারণ করা একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। খবর মেইল। ওই খবরে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাদা জামা, সবুজ পায়জামা পরা মেয়েকে পানিতে চুবাচ্ছেন গোলাপি জামা ও কালো পায়জামা পরা মা। মেয়েটি গলা ফাটিয়ে চিৎকার করছে। কয়েক সেকেন্ড পানিতে রাখার পর মা ঘাটে তোলেন মেয়েকে। এরপর কিছুক্ষণ বকাবকির পর মেয়েটিকে আবার পানিতে চুবানো শুরু করেন ওই নারী। পরে মেয়েটিকে আবার ঘাটে তোলেন তিনি। ঘটনাটি নদীর পাড় থেকে দেখেন বহু লোক। তাঁদের কয়েকজন মেয়েটিকে পানিতে না ফেলতে ওই নারীকে অনুরোধ করেন। ওই সময় তিনি নিজের সপক্ষে যুক্তি তুলে ধরে বলেন, মেয়ে পরীক্ষায় খারাপ করলে অনেকেই এ ধরনের কাজ করতে পারতেন। ১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে