বিমানের ছাদে চড়েই যাওয়া যাবে বিদেশ!
এক্সক্লুসিভ ডেস্ক: শিরোনাম দেখে নিশ্চয় অবাক হচ্ছেন। মানুষ এতো দিন বাস কিংবা ট্রেনের ছাদে চড়ে নিজের গন্তব্যে যেতেন। বিমানের ছাদে বসে বিদেশে ভ্রমন করা যাবে এমন আজগুবি কথা কখনো কি ভেবেছেন? বিমানে ছাদে চড়ার কথা শুনে নিশ্চয় অবাক হচ্ছেন?
এতো দিন তো প্লেনের ভিতরে বসে প্লেনে চড়া অনুভব করেছেন। তাও যদি কখনও জানালার ধারে সিট পান, তাহলে জানলা থেকেই আকাশ দেখার স্বপ্ন পূরণ করে নিতেন। কিন্তু পুরো আকাশ দেখা কখনই সম্ভব হতো না। কিন্তু এবার থেকে প্লেনের পাইলটদের থেকেও বেশি ভালো ভাবে দেখতে পাবেন আকাশ।
কীভাবে? একটি আমেরিকান প্লেন সংস্থা 'উইংস্প্যান' একটি নতুন পরিষেবা আবিষ্কার করেছে। যার ফলে প্লেনের মাথার ওপরে একটি ক্যাপসুল থাকবে। যেখানে থাকবে দুটি চেয়ার। প্লেনের ভিতরে একটি সিঁড়ি নামিয়ে দেওয়া হবে যার মাধ্যমে উপরে ওঠা যাবে। ওপরে উঠে নিজের সুবিধামত চেয়ার সেট করে নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াতে পারেন পুরো আকাশ। সূত্র: জি নিউজ
১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল