বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১০:২১:২৭

রাস্তায় চলবে ড্রোনসহ অটোপাইলট কার!

রাস্তায় চলবে ড্রোনসহ অটোপাইলট কার!

এক্সক্লুসিভ ডেস্ক : যুগের সাথে সাথে পাল্টে দিচ্ছে বিজ্ঞান। বৈজ্ঞানিক কারিশমায় নজরকাড়া সব অত্যাধুনিক গাড়ি আসছে বাজারে। আরোহীর ইশারায় চলে গাড়ি। কিন্তু এবার আসছে এক অন্যরকম গাড়ি, যা শুনলে অবাক না হয়ে পারবেন না। হয়তো বলবেন আপাতত কল্পনাতেই সম্ভব। কিন্তু না, অটোপাইলটযুক্ত গাড়ি এখন বাস্তবেই। সুইস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রিনস্পিড নিয়ে এসেছে নতুন বিএমডব্লিউ আইএইট মডেলের একটি বিলাসবহুল অনন্য গাড়ি, যাতে রয়েছে সর্বাধুনিক অটোপাইলট প্রযুক্তি। গাড়িটির নাম রাখা হয়েছে ‘ইটোস’। এখানেই শেষ নয়, অটোপাইলট মোডে চালানোর সুবিধার পাশাপাশি অন্যান্য বিষয়ে সহায়তার জন্য গাড়িটির রয়েছে নিজস্ব সাহায্যকারী ড্রোন! এর আগে গত অক্টোবরে প্রতিষ্ঠানটি নতুন মডেলের গাড়িটির বিষয়ে জানালেও সে তথ্য ছিল সামান্যই। সম্প্রতি বিএমডব্লিউ আইএইট-এর বিস্তারিত তথ্য, ছবি এবং একটি ভিডিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ইটোস হাইব্রিড স্পোর্টস কারটির রয়েছে ভিন্ন ডিজাইনের বডি ও চাকা। এর সঙ্গে রয়েছে বিশেষ ছোট্ট সাহায্যকারী ড্রোন অবতরণের জন্য ল্যান্ডিং প্যাড। ভেতরের ডিজাইন অন্য সব গাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। অল-হুইল ড্রাইভ ইটোসের রয়েছে দেড় লিটারের তিন সিলিন্ডার বিশিষ্ট গ্যাসোলিন ইঞ্জিন এবং তিনটি ইলেকট্রিক মোটর। সর্বোচ্চ গতিশীল অবস্থায় গাড়িটি মাত্র ৪.৪ সেকেন্ডে ০ থেকে ৬২ মাইল প্রতি ঘণ্টা বেগ অর্জন করতে পারে। পরিবেশবান্ধব প্রযুক্তিতে নির্মিত উজ্জ্বল হলুদ রঙের ইটোস চালক বা চালকবিহীন– দু’ভাবেই চালানো যায়। অটোপাইলট মোডে চালানোর সময় স্টিয়ারিং হুইল ভাঁজ হয়ে ড্যাশবোর্ডের ভেতর ঢুকে যায়। ড্যাশবোর্ডের ওই অংশের ঢাকনায় এবং তার অন্য পাশে রয়েছে দু’টি সাড়ে ২১ ইঞ্চির বাঁকানো আল্ট্রা এইচডি টিভি স্ক্রিন। বিনোদনের কাজে ব্যবহার না করা হলে স্ক্রিনগুলোতে ইটোসের চারপাশে লাগানো ৮টি এইচডি ক্যামেরা থেকে আসা ফিড দেখা যায়। গাড়িটির সঙ্গে ক্রেতা উপহার পাবে একটি বিলাসবহুল পাৎরাভি ট্রাভেলটেক হাতঘড়ি। গাড়ির ড্যাশবোর্ডের ওপরে ঘড়িটি বসানোর একটি বিশেষ জায়গা রয়েছে। ঘড়িটিতে রয়েছে একটি ভিডিও ক্যামেরা। ফলে গাড়িতে বসে থাকা অবস্থায় আরোহী ভিডিও চ্যাট করতে চাইলে ঘড়িটি ড্যাশবোর্ডে তার নির্ধারিত স্থানে রেখে একে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবে। গাড়িচালক কখন কী দেখছে, গাড়ি চালানোর সময় কোন দিকে মনোযোগী হচ্ছে তা মনিটর করে সেখান থেকে শেখার জন্য রয়েছে চালকের দৃষ্টি ট্র্যাক করার ব্যবস্থা। গাড়িতে এতকিছু থাকার পরও ড্রোন কেন দরকার এমনটা ভাবতে পারেন। গাড়ির আশপাশের পরিবেশ, রাস্তা, ভিড়– এসব পর্যবেক্ষণ করে তা থেকে তথ্য নিয়ে পরে সহজে অটোপাইলটে গাড়ি চালানো শেখার জন্য ব্যবহার করা হবে ড্রোন। অটোপাইলটে চলার সময়ও ওপর থেকে আশপাশে দৃষ্টি রাখার কাজে সাহায্যকারী ড্রোন ব্যবহার করা যাবে। অব্যবহৃত ড্রোনটি থাকবে গাড়ির পেছনে তৈরি একটি ল্যান্ডিং প্যাডে। ১২ হাজার এলইডি লাইটযুক্ত প্যাডটি ডিজিটাল ম্যাসেজ বোর্ড হিসেবেও ব্যবহার করা যাবে। আগামী বছর সিইএস প্রযুক্তি মেলায় জনসমক্ষে প্রথম আনা হবে ইটোস। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে