শুক্রবার, ১৪ জুন, ২০১৯, ১২:১২:২২

আট বছরের মধ্যে এই উল্কাপিণ্ড তীব্র গতিতে আঘাত করবে পৃথিবীকে, যাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবী: বিজ্ঞানীদের আশঙ্কা

আট বছরের মধ্যে এই উল্কাপিণ্ড তীব্র গতিতে আঘাত করবে পৃথিবীকে, যাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবী: বিজ্ঞানীদের আশঙ্কা

এক্সক্লুসিভ ডেস্ক: কয়েকদিন আগেই বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন আগামী আট বছরের মধ্যে এই উল্কাপিণ্ড তীব্র গতিতে আঘাত করবে পৃথিবীকে, যাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবী!

তারপরই গবেষণা শুরু করেন নাসার বিজ্ঞানীরা। সংস্থার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট শাখার ম্যানেজার পল চোডাসই প্রথম এ নিয়ে সতর্ক করেছিলেন। এই উল্কাপিণ্ডটির নাম দেওয়া হয়েছিল ২০১৯পিডিসি।

গত কয়েক দিন ধরে এই খবরটি শোরগোল ফেলে দেয় গোটা বিশ্বে। অজানা আতঙ্কে অনেকেই হা হুতাশ করতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু এখন আবার অন্য সুরে গাইছেন বিজ্ঞানীরা। তাঁরা দাবি করেছেন, উল্কাপিণ্ডের এই আছড়ে পড়ার ঘটনা একেবারেই অনিশ্চিত। সেটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। যদি পৃথিবীতে আছড়েও পড়ে তাহলে খুব বেশি হলে একটি অংশ ক্ষতিগ্রস্ত হবে। পুরো সৃষ্টি ধ্বংস করে দেওয়া সম্ভব নয়। কাজেই মরার আগেই মরে গিয়ে লাভ নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে