এক্সক্লুসিভ ডেস্ক : টাকা লুঠ করতে এসে রাষ্ট্রাত্ত একটি ব্যাংকের পুরো এটিএম মেশিন নিয়েই পালিয়ে গেছে ডাকাতরা। ওই এটিএমে প্রায় পৌনে তিন লাখ টাকা ছিল। ভারতের কোচবিহারের কামেশ্বরী রোড এলাকার শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ব্যাংক কর্তৃপক্ষ ওই এটিএম মেশিনে থাকা ২ লাখ ৭৭ হাজার টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ করেছে। সেখানে কোনো নৈশপ্রহরী ছিল না। কামেশ্বরী রোডে গভীর রাত পর্যন্ত মানুষজন চলা ফেরা করে। ফলে বুথটি কখন ডাকাতি হয় তা কেউ বলতে পারছে না।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় পাঁচ ফুট উচ্চতার অন্তত একশো কেজির মেশিনটি লোহার নাট দিয়ে বসানো ছিল। ওই নাটগুলো খুলে মেশিনটি তুলে নিয়ে যাওয়া হয়।
তবে এতো বড় মেশিন নিয়ে যাওয়া দু’এক জনের কাজ নয়। এমনকি মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে যাওয়াও অসম্ভব। মেশিনটি নেয়ার জন্য ছোট কোনো গাড়ি ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ।
২০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস