আকাশে উড়ল ৭২টি মহিষ!
এক্সক্লুসিভ ডেস্ক: কথায় আছে, বিপদে পড়লে নাকি বিড়াল গাছে ওঠে। আবার কেউ কেউ বলে গরুও নাকি গাছে চড়ে। কিন্তু সেগুলোতে কথার কথা। বাস্তাবেও কি তা সম্ভব? পরত পক্ষে পাখার সাহায্যে না হলেও ৭২টি মহিষ কিন্তু বিমানে চড়ে ঠিকই আকাশে উড়াল দিয়েছে।
মহিষগুলি বুধবার রাতে ডেনমার্ক থেকে কাতার এয়ারওয়েজের কারগো বিমানে কলকাতায় ল্যান্ড করে। বিষয়টা বেশ উপভোগ করে কলকাতা বিমান বন্দরে তখন উপস্থিত থাকা কর্মী, যাত্রীরা। মানুষের কাছেই বিমানে চড়াটা যখন খানিকটা বিলাস, তখন মহিষ করলো বিমান যাত্রা, ভাবা যায়! বিমানবন্দরে উপস্থিত দর্শনার্থীরা বিষয়টিতে ভালোই আনন্দ পেয়েছেন। কলকাতায় ছত্রিশটি মহিষ নামানোর পর বাকিগুলিকে পাঠানো হয়েছে চেন্নাইতে। ন্যাশনাল ডেয়ারি বোর্ডের তরফে মহিষগুলি নিয়ে আসা হয়েছে উন্নত প্রজননের জন্য। এরপর বিমানবন্দর থেকে মহিষগুলিকে নিয়ে যাওয়া হয় হাওড়ায়।
১৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল