বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৮:৫৩

৮ বছর বয়সেই পুলিশ কমিশনার!

৮ বছর বয়সেই পুলিশ কমিশনার!

এক্সক্লুসিভ ডেস্ক : বয়স সবে মাত্র ৮ বছর। কিন্তু ইচ্ছা তার পুলিশ কমিশনার হওয়ার। কিশোরে পা না রাখলেও যেন বাস্তবের নায়ক। অনিল কাপূরের বেশে ৮ বছরের এক নাবালক! বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এ খবর জানা গেছে। একদিনের জন্য হায়দরাবাদ পুলিশের সর্বোচ্চ পদে বসল সে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত মদিপল্লি রূপ অরৌওনা। দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত সে। বড় হয়ে তার ইচ্ছা পুলিশ কমিশনার হওয়ার। কিন্তু কতদিন বাঁচবে জানা নেই। শরীরে তেমন জোরও নেই। বেশির ভাগ সময় বিছানায় শুয়ে কাটাতে হয় তাকে। ২০-২৫ দিন অন্তর ব্লাড ট্রান্সফিউশন করাতে হয়। শরীরের সব রক্ত বের করে নতুন রক্ত দিতে হয়। একরত্তি এ ছেলেটার ইচ্ছার কথা জেনে আর স্থির থাকতে পারেননি হায়দরাবাদ পুলিশের কর্তারাও। তখনই ঠিক হয় তাকে এ পদে বসানো হবে। হলোও তাই। হুবহু কমিশনারের পোশাকে চেয়ারে বসল রূপ। শুধু কমিশনার সাজলই না, রীতিমতো কমিশনারের দেমাগে কাজও করলো সে। দফতরের সব কর্মীদের বিচারাধীন ছুটি মঞ্জুর করে সে। তবে ইচ্ছা আরো অনেক কিছুই ছিল তার। রূপ বলল, ‌‘শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে অপরাধের প্রবণতা কমাতে চাই। একদিনের কমিশনারের তা আর সম্ভব হলো না’। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে