বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ১১:৫১:২৫

পুত্রসন্তান চাইতে গিয়ে সদস্য এখন ১০০

পুত্রসন্তান চাইতে গিয়ে সদস্য এখন ১০০

এক্সক্লুসিভ ডেস্ক : পুত্রসন্তান চাইতে গিয়ে সদস্য সংখ্যা এখন দাঁড়িয়েছে ১০০ জনে। ভারতের আহমেদাবাদের দাহোদ এলাকার ভাভাড় গ্রাম। এখানেই বাস ভাভর পরিবারের। গ্রামে কারো বাড়িতে অনুষ্ঠান হলে সেই পরিবারকে নিমন্ত্রণ করতে দ্বিধাবোধ করেন গৃহকর্তা। পরিবারের সদস্য ১০০ জন দেখে দাওয়াত করতে সাহস পান না গ্রামের লোকজন। ১০০ জনের পরিবারের গৃহকর্তা হলেন নৃসিংহ ভাভর। তার নিজের ১১ জন সন্তান। ৬ ছেলে এবং ৫ মেয়ে। এদের আবার প্রত্যেকের সন্তান সংখ্যা ১০ ছাড়িয়েছে। অনুষ্ঠানে সবাই এক জায়গায় আসলে নিজেরাই খেই হারিয়ে ফেলেন। বাচ্চাদের হিসাব রাখাতে রাখতে হিমশিম খেতে হয় সবাইকে। নৃসিংহ জানিয়েছেন‚ জীবনে পরিবার পরিকল্পনার কথা শোনেননি কখনো। কিন্তু এত সদস্য কেন? কারণ পুত্রসন্তানের জন্য। যতদিন না ছেলে হয়েছে‚ সন্তানের জন্য চেষ্টা করে গেছেন এ পরিবারের দম্পতিরা। ছেলে হলেও একটিতে হবে না, একাধিক। পরিসংখ্যান বলছে‚ গুজরাটের গ্রামীণ অঞ্চলে মোট ৮ হাজার পরিবার আছে‚ যাদের সন্তান সংখ্যা ১০-এর বেশি। সারা ভারতে হিসাব করলে দেখা যায়‚ একটি পুত্রসন্তানসহ পরিবারের অনুপাত একটি কন্যাসন্তানসহ পরিবারের থেকে ৫০% বেশি। সমাজবিজ্ঞানীরা বলছেন‚ এর জন্য দায়ী কন্যাভ্রূণ হত্যা। আগে যতক্ষণ না ছেলে আসছে সংসারে‚ ততক্ষণ সন্তানের জন্ম দিয়ে যেতেন দম্পতিরা। ফলে কন্যাসন্তানের জন্ম হতো। এখন অনেকে একটি সন্তানেই সন্তুষ্ট থাকছেন। ঘরে যত বেশি ছেলে থাকবে তত বেশি অর্থ উপার্জন হবে। ফলে পরিবারের সদস্য সংখ্যা ১০০ ছাড়িয়ে যাক। তাতে যায় আসে না কিছু। ১৭ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে