উটকে চুমু দেওয়ায় বৌ’কে তালাকের আদেশ
এক্সক্লুসিভ ডেস্ক: উটকে চুমু দেওয়ার অপরাধে ছেলেকে বৌ তালাক দেয়ার আদেশ দিয়েছে তার মা। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী রিয়াদের পশ্চিমের একটি এলাকায়। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গৃহবধু একদিন শাশুড়ির সামনে থাকা একটি উটকে চুমু দেয়। ব্যস, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাশুড়ি। তার শ্বাশুড়ির দাবি এতে ধর্মীয় আইন এবং সামাজিক আইনের লঙ্ঘন হয়েছে। তিনি ছেলেকে দ্রুত তার স্ত্রীকে তালাক দেওয়ার আদেশ দেন। ছেলে অবশ্য তার মায়ের এই আদেশ মানতে পারেনি। সংসারে অশান্তি এড়াতে স্ত্রীকে সে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছেন।
ওই গৃহবধূ জানিয়েছেন, তিনি এখনো কোনো সন্তানের জন্ম দিতে পারেননি। এ কারণেই হয়তো তার শাশুড়ি উটকে চুমুর কাহিনী বানিয়ে তাকে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন।
১৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল