বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯, ০৭:৪৪:৫৭

বন্যায় ডুবে গেছে জঙ্গল, লোকালয়ে ঢুকে ঘরের বিছানায় শুয়ে থাকল বাঘ

বন্যায় ডুবে গেছে জঙ্গল, লোকালয়ে ঢুকে ঘরের বিছানায় শুয়ে থাকল বাঘ

এক্সক্লুসিভ ডেস্ক : ভয়াল বন্যায় পানিতে প্রায় ডুবে গেছে ভারতের আসাম রাজ্য। কাজিরাঙ্গা অভয়ারণ্যের পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন হয়ে পড়েছে। সে কারণে বিপন্ন হয়ে পড়েছে বন্যপ্রাণীরা। 

প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত তারা। এই পরিস্থিতিতে অভয়ারণ্যে থাকা একটি রয়েল বেঙ্গল টাইগার প্রাণ বাঁচাতে যা করল, তা দেখে আতঙ্কিত স্থানীয়রা।

বৃহস্পতিবার আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্য লাগোয়া জাতীয় সড়কের পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে বাঘটি। সেটা দেখে ভয় পেয়ে যান স্থানীয়রা। সে সময় যদিও বাড়ির মালিক উপস্থিত ছিলেন না।

তবে এলাকায় বাড়ির মালিক পৌঁছানোর আগে লোকমুখে গ্রামে বাঘ ঢোকার কথা রটে যায়। খবর দেয়া হয় বন দপ্তরে।  বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির ভিতরে বাঘ ঠিক কী অবস্থায় রয়েছে, তা দেখতে ড্রোনের সাহায্য নেন বনকর্মীরা। 

তাতে দেখা যায়, ওই বাড়ির বিছানার উপর দিব্যি আরাম করছে বাঘটি। হাবভাব দেখে মনে হচ্ছে, অথৈ পানি থেকে উঠে এসে বাড়িতে ঢুকে যেন বেশ নিশ্চিন্ত হয়েছে সে।  ঘুমপাড়ানি গুলি ছোঁড়েন বনকর্মীরা। তারপর বেহুঁশ অবস্থায় উদ্ধার করা হয় বাঘটিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে