এক্সক্লুসিভ ডেস্ক : নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একবার ভারতের কেরালায় হাতির তাড়া খেয়েছিলেন। খ্যাপা হাতির সামনে সেবার কোনও ভাবে নিজের প্রাণরক্ষা করেন তিনি।
সেই সময় ব্রিটেনের একটি দৈনিক পত্রিকাতেও নিজের অভিজ্ঞতার কথা লিখেছিলেন বরিস জনসন। টাইমস অব ইন্ডিয়া জানায়, সালটা ছিল ২০০৩। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা এস কৃষ্ণকুমারের মেয়ে ঐশ্বর্যের বিয়েতে আমন্ত্রিত ছিলেন বরিস জনসন।
ঐশ্বর্যের বর কবীর সিং ছিলেন জনসনের প্রথম স্ত্রীর আত্মীয়। সেই সূত্রেই কেরালায় বিয়ের অনুষ্ঠানে এসে চার দিন কাটিয়ে যান বরিস। কেরালার থিরুভাত্তার আদিকেশব পেরুমাল মন্দিরে বিয়ের অনুষ্ঠান হয়।
বিয়ে চলাকালীন হঠাত্ খেপে যায় মন্দিরের একটি পোষ্য হাতি। উপস্থিত অতিথিদের দিকে তেড়ে যায় হাতিটি। প্রাণভয়ে এদিক ওদিক ছুটতে থাকেন সবাই। সেই ভিড়ের মধ্যে ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও।
হাতির তাড়ায় কয়েকজন আহত হলেও বরিসের বড় কোন চোট লাগেনি। সেদিনের কথা জানিয়েছেন এস কৃষ্ণকুমার।